শেষ আপডেট: 7th March 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর কাণ্ডে (Jadavpur incident) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশংসা শোনা গেল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে। একই সঙ্গে গত শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের ভূমিকার তীব্র নিন্দাও করলেন।
এদিন বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, "ছাত্র তো আমরাও ছিলাম, এরকম পরিস্থিতি কোনওদিন তৈরি হয়নি। একজন মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গেলে তাঁকে এভাবে হেনস্থা করা হবে, এটা ছাত্রদের বোঝা উচিত, তাঁরা কোন জায়গায় যাচ্ছেন।"
এরপরই শিক্ষামন্ত্রীর প্রশংসা করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "তবু বলব মন্ত্রীর যা অসীম ধৈর্য্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে গোটা ঘটনাটি দেখেছেন এবং যে আহত হয়েছিল, তার বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন তাতে ওনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে হয়।"
প্রসঙ্গত, গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরের বামপন্থী, অতি বামপন্থী সংগঠনের সদস্যেরা। অভিযোগ, বিক্ষোভের মধ্যে আচমকা গাড়ি চালিয়ে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। তাতে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন অতিবামপন্থী ছাত্র সংগঠনের সদস্য ইন্দ্রানুজ।
যাদবপুরের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর না করার জন্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরই ব্রাত্য বসু, তাঁর চালক-সহ একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর করেছে পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্পিকার বলেন, "অনেকে এফআইআর এর মানেই জানে না। তবে হাইকোর্টের নির্দেশের বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।"