শেষ আপডেট: 23rd November 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে (West Bengal bypolls results 2024)। শুরু থেকেই ৬টি কেন্দ্রে এগিয়ে শাসকদল তৃণমূল। এমনকী গত বিধানসভা ভোটে যে মাদারিহাট থেকে বিজেপি জয়ী হয়েছিল, সেখানেও প্রথম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন প্রায় ৫ হাজার ভোটে।
তাৎপর্যপূর্ণভাবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে ভিড় বাড়ছে তৃণমূল সমর্থকদের মধ্যে। তালডাংরায় সাত সকালেই শুরু হয়ে গিয়েছে বিজয়ের প্রস্তুতি।
গত ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ছিল। এগুলি হল- মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, সিতাই এবং মাদারিহাট। মাদারিহাট বাদে বাকি পাঁচটি বিধানসভায় গতবারে তৃণমূলের দখলে ছিল। বিকেল পাঁচটা পর্যন্ত ৬টি আসনে গড় ভোটের হার প্রায় ৭০ শতাংশ। সর্বশেষ ভোটের হার আরও কিছুটা বেড়েছে। যা শাসকের অনুকুলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছিল।
এদিন ভোটের গণনা শুরু হওয়ার পর থেকে প্রথম ঘণ্টার ট্রেন্ডও তাই বলছে। সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় প্রথম রাউন্ডেই প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে। চতুর্থ রাউন্ড শেষে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে গেছেন তিনি। একইভাবে প্রথম রাউন্ডের গণনা শেষে মাদারিহাট ও মেদিনীপুরে ৫ হাজারের বেশি কিছু ভোটে এগিয়ে শাসকদলের প্রার্থীরা। তৃতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে প্রায় ১২ হাজার এবং মাদারিহাটে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে।
তালডাংরায় প্রথম রাউন্ড শেষে তৃণমূল প্রার্তী ফাল্গুনী সিংহবাবু ৩৩০০ ভোটে এগিয়েছিলেন। পরের রাউন্ডে আরও ২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। নৈহাটিতে তৃণমূলের সনৎ দে এগিয়ে রয়েছেন ২৪ হাজার ৯০ ভোটে। হাড়োয়াতে তৃণমূল প্রার্থী ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। এখানে দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফের প্রার্থী।
আরজি কর কাণ্ডের পর একসঙ্গে ৬টি কেন্দ্রে উপ নির্বাচন। ফলে বিরোধীরা কতখানি প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরুতে কৌতূহল থাকলেও ভোটের দিন মাদারিহাট এবং সিতাই বাদে বাকি ৪টি বিধানসভা কেন্দ্রে সেই অর্থে দিনভর বিরোধীদের বিশেষভাবে দেখা যায়নি। এমনকী ভোট শেষ হওয়ার পরও জয় নিয়ে বিরাট বড় কোনও দাবি শোনা যায়নি বিরোধী শিবির থেকে। উল্টে শাসকদলের নেতা কুণাল ঘোষ জোর গলায় দাবি করেছিলেন, "পাঁচ নয়, ৬টি আসনেই জিতবে তৃণমূলের প্রার্থীরা।" এখন দেখার প্রথম রাউন্ডের এই ট্রেন্ড শেষ পর্যন্ত বজায় থাকে কি না।