শেষ আপডেট: 11th November 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি দিচ্ছেন বলে ভোটের ৪৮ ঘণ্টা আগে বড় অভিযোগ আনল তৃণমূল। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে। সোমবার বিকেল পাঁচটায় শেষ হবে প্রচার পর্ব। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনীর বিরুদ্ধেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য 'হুমকি' দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছে শাসকদল।
ঘটনার সূত্রপাত, কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের ভূমিকা নিয়ে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশনের বেঞ্চকে চিঠি দিয়েছিল তৃণমূল। কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে ৯ নভেম্বর দলের পাঁচ সাংসদ দিল্লিতে কমিশনের অফিসে যান। কিন্তু সেখানে কমিশনের অফিসের তরফে ন্যূনতম সৌজন্যও দেখানো হয়নি বলে অভিযোগ।
দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সাকেত গোখলের অভিযোগ, 'ভোটের কাজে বাইরে থেকে আনা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে, বলছে বিজেপিকে ভোট দিতে হবে। এ নিয়ে কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। অথচ হাস্যকর ভাবে প্রচার পর্ব মিটে যাওয়ার পর কমিশনের সেকথা মনে পড়েছে! কমিশন জেগে উঠেছে!'
এই প্রসঙ্গে সাকেত গোখলে বলেন, "যখন অভিযোগ জানানো হয়েছিল, তখন সেটিকে গুরুত্ব দেওয়া হল না। আসলে নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে কাজ করে এটা আবারও স্পষ্ট হল। যা দেশের গণতন্ত্রের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক।' তবে বাংলার শাসকদলের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।