শেষ আপডেট: 24th September 2023 11:00
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে থিম সঙের কথা প্রায়ই শোনা যায়। সেই গানগুলি অনেক সময়ে জনপ্রিয়তাও লাভ করে। এবার এশিয়ান গেমস (Asian Games) উপলক্ষ্যে থিম সং (theme song) তৈরি করল শিলংয়ের একটি গানের দল। 'বন্দেমাতরম' (Vandemataram) গানটিকেই নতুন ভাবে এশিয়ান গেমস উপলক্ষ্যে পরিবেশন করেছে এই দলটি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বন্দেমাতরম' গানটি ইতিমধ্যেই অনেক রকম সুরে একাধিক গায়কের কণ্ঠে প্রচলিত আছে। ভারতের জাতীয় স্তোত্র 'বন্দেমাতরম'কেই শিলং চেম্বার কয়্যার নামে এই গানের দলটি একেবারে ভিন্ন ভাবে পরিবেশন করেছে। চলতি বছরে এশিয়ান গেমসে (Asian Games) ৬৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন বিভিন্ন খেলায়। এর মধ্যে বাংলা থেকে মোট ২৪ জন অংশ নিয়েছেন। চলতি বছরে চিনের বেজিংয়ে বসেছে এশিয়ান গেমসের আসর।
শনিবার ধুমধাম করে বিশাল আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হল এশিয়ান গেমস। প্রযুক্তির ব্যবহারে আলোর খেলা দেখাল চিন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলল আয়োজক দেশ চিন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বেশ ভালভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার আতশবাজির প্রদর্শন ছিল না যা এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম। তবে থ্রিডি আলো ও লেজার শো এমনভাবে করা হয়েছে, যেন মনে হয়েছে আতশবাজির ফোয়ারা ছুটছে।
উদ্বোধনের পরই রবিবার সকালে ভারতের জন্য একের পর এক ভাল খবর এসেছে এশিয়ান গেমসের মঞ্চ থেকে। প্রথম পদক বাংলার হাত ধরেই ঘরে এল ভারতের ঝুলিতে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতেছে ভারতের মেহুলি ঘোষ, রমিতা এবং আশি চোকসে। হকির শুরুটাও নজরকাড়া হল। উজবেকিস্তানকে ১৬ গোলে হারাল ভারতের হকি টিম।
এশিয়ান গেমসের সাড়ম্বরে উদ্বোধন, চমক চিনের, ভারতের পতাকা বইলেন লভলিনারা