শেষ আপডেট: 23rd September 2023 18:38
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) সূচনা (Opening) হয়েছিল ভারতে ১৯৫১ সালে। এটি ১৯তম আসর, সেই মেগা ইভেন্টে আধুনিকতার সঙ্গে সংস্কৃতি কোন স্তরে পৌঁছে গিয়েছে দেখাল চিন (China)। তারা প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লেজার শো-র মাধ্যমে। কিভাবে খেলার গতি বেড়েছে, পাশাপাশি জীবনের চলার ছন্দে প্রযুক্তি কত সুন্দরভাবে পাশে রয়েছে, সেটিও শনিবার দেখা গিয়েছে গেমসের সূচনায়।
বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলল আয়োজক দেশ চিন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বেশ ভালভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার ছিল না আতশবাজির প্রদর্শন, এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম। তবে থ্রিডি আলো ও লেজার শো এমনভাবে করা হয়েছে, যেন মনে হয়েছে আতশবাজির ফোয়ারা ছুটছে।
মার্চ পাস্টে ভারতীয় ক্রীড়াবিদদের পরনে ছিল খাকি রংয়ের পোশাক। মেয়েরা পরেছিলেন শাড়ি ও ছেলেরা কুর্তা। জাতীয় পতাকা ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও বক্সার লভলিনা বরগোঁয়াই। এটিও তাঁদের কাছে পরমপ্রাপ্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ৮ অক্টোবর পর্যন্ত গেমস চলবে। মোট রয়েছে তিনটি রোবট ম্যাসকট। যাদের নাম চেনচেন, কংকং ও লিয়ানলিয়ান। তিন ম্যাসকটের সম্মিলিত পোষাকি নামটি হল, মেমোরিস অব জিয়াংনান।
হাংঝাউ স্পোর্টস সেন্টারকে বলা হয় বিগ লোটাস। মোট ৮০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। গতবার ভারতীয় দল জাকার্তা এশিয়ান গেমসে মোট ৭০টি পদক জিতেছিল। এবার লক্ষ্য সেঞ্চুরি পদক।
ইস্টবেঙ্গলে আরও চারবছরের জন্য নাওরেম মহেশ, পেলেন কোচেরও প্রশংসা