শেষ আপডেট: 24th September 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস ফুটবলের (Asian Games Football) প্রি কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারতীয় দল (India)। রবিবার গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের (Myanmar) বিরুদ্ধে ভারত ১-১ গোলে ড্র করেছে। ম্যাচে সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। বিরতির পরে মায়ানমার সমতা ফেরায়।
গেমস ফুটবলের নকআউটে ভারতীয় দলের প্রতিপক্ষ সৌদি আরব দল। যথেষ্ট কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন সুনীল, সন্দেশরা। এদিন ম্যাচে ভারত এগিয়ে গিয়েছিল ২৩ মিনিটে।
রবিবার চিনের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল ভাল খেলেছে। ম্যাচে বহু গোলের সুযোগ পেয়েছিল তারা। সবটা কাজে লাগাতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়ত তারা। খেলার শুরুর দিকে রহিম আলি একটি সুযোগ অপচয় করেছেন। নরেন্দ্রর বাড়ানো বল ধরে রহিম একা গোলরক্ষককে পেয়েও বল জালে জড়াতে পারেননি।
মায়ানমার অবশ্য সাত মিনিটের মাথায় একদম ফাঁকা গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। সেইসময় যদি রাহুল কেপি অবৈধভাবে বিপক্ষ তারকাকে না আটকাতেন, তখনই গোল হজম করতে পারত ইগর স্টিম্যাশের ছেলেরা। সেইসময় রাহুলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হয়।
ভারতীয় দল এ ম্যাচে ভাল খেললেও চিন্তা থাকছে গোল নষ্ট নিয়ে। কারণ পরের ম্যাচে এমন এক এশিয়া জায়ান্টদের বিরুদ্ধে খেলবে তারা, যারা বিশ্বকাপে আর্জেন্টিনার মতো দলকে হারিয়েছে। তাই সৌদির বিরুদ্ধে অতি রক্ষণাত্মক খেলতে গেলেও সমস্যায় পড়বেন সুনীলরা।
ভারতীয় দল পেনাল্টি আদায় করে রহিম বক্সের মধ্যে পড়ে যেতেই। ভারতীয় দল আবেদন জানাতেই রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছেন। সেই থেকে প্লেসিংয়ে বল গোলে রাখেন ভারত অধিনায়ক সুনীল। খেলার ৭৪ মিনিটে মায়ানমারের কিয়াও হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান।
ম্যাচের ৬০ মিনিটে ভারতের গোলরক্ষক ধীরাজ সিং দুরন্ত বাঁচান। সেইসময় সেভ না করলে ভারত সমস্যায় পড়ে যেতে পারত। এই ম্যাচে ভারতীয় দলকে ড্র করলেও হতো। জিতলে মানসিকভাবে এগিয়ে থাকতে পারতেন সুনীলরা। ড্র হলেও তারা নকআউটে যাওয়ার টিকিট পেয়ে গিয়েছে।
ইন্দোরের ‘রানের খনি’তে গিল ও শ্রেয়সের জোড়া সেঞ্চুরি, সূর্যের তেজে ভারত ৩৯৯