শেষ আপডেট: 25th September 2023 04:48
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian games) শুরু থেকেই ধারাবাহিক ভাবে ভাল ফল করছে ভারতের খেলোয়াড়রা। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেই সোনা এল ভারতের ঘরে। এয়ার রাইফেলে সোনা জিতলেন ভারতের পুরুষ দল। দিব্যাংশ পানওয়ার, রুদ্রাংশ পাতিল এবং ঐশ্বর্য তোমর, ভারতীয় পুরুষ দলের এই ৩ প্রতিনিধি জিতলেন সোনা।
এদিন মোট ১৮৯৩.৭ স্কোর করেন রুদ্রাংশ, ঐশ্বর্য এবং দিব্যাংশ। এই স্কোরের মাধ্যমে চিনের বিশ্বরেকর্ডের স্কোরকে টপকে গেলেন ভারতীয় পুরুষ দল। এর আগে দলগত ইভেন্টে চিনের সর্বোচ্চ স্কোর ছিল ১৮৯৩.৩।
এই বিভাগে রুপো জিতেছে কোরিয়া, এবং ব্রোঞ্জ পদক পেয়েছে চিন। কোরিয়ার স্কোর ১৮৯০.১ এবং চিনের স্কোর ১৮৮৮.২। সোনার পাশাপাশি সোমবার সকালে ব্রোঞ্জ পদকও এসেছে ভারতের ঝুলিতে। রোয়িং-এর দুটি বিভাগে ভারতের পুরুষ দল দুটি ব্রোঞ্জ পদক জেতেন। মেনস ফোর বিভাগে ভীম, পুনিত, যশবিন্দর এবং আশিস ব্রোঞ্জ জিতেছেন। পাশাপাশি কোয়াড্রাপল স্কালস বিভাগেও ব্রোঞ্জ জেতেন সতনম সিং, পরমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং।
গতকাল অর্থাৎ এশিয়ান গেমসের প্রথম দিনেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলেও পদক আসে ভারতের ঝুলিতে। মহিলাদের দল রুপো জেতেন এই বিভাগে। এছাড়াও গতকাল রোয়িংয়ের ডাবল স্কালস বিভাগেও রুপো আসে ভারতের ঝুলিতে। এখনও পর্যন্ত পদক তালিকায় ভারত ৬ নম্বরে রয়েছে।
গেমসে মেহুলি ব্যক্তিগত ইভেন্টে পদক না পেলেও দলগত সাফল্যে খুশি পরিবার