শেষ আপডেট: 24th September 2023 12:01
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ভারতীয় সিনিয়র মহিলা দলের জার্সিতে অভিষেক (Debut) হল বাংলার তিতাস সাধুর (Titas Sadhu)। তিতাস ব্যান্ডেলের মেয়ে, তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলেরও অন্যতম সদস্যা ছিলেন।
রবিবার গেমসের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ১৮ বছরের তিতাসের হাতে ভারতীয় দলের টুপি তুলে দেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। গর্বিত তিতাস মাঠে দাঁড়িয়ে বলেছেন, ‘বহুদিনের স্বপ্ন সফল হল। যখন পাড়ার মাঠে খেলতাম, সেইসময় ভাবিনি এভাবে জাতীয় দলের হয়ে একটা বড় মঞ্চে অভিষেক হবে। কিন্তু কোনওদিন পরিশ্রম করতে কুণ্ঠাবোধ করিনি, তাই মনে হয় এই দিনটা আমার জীবনে এসেছে।’
তিতাসের মতোই ভারতীয় দলে এদিন এক তারকার উত্থান ঘটেছে, তাঁর জীবনটাও অন্য খাতে বইছিল। ভারতীয় মহিলা দলের মিডিয়াম পেসার পূজা বস্ত্রকার খেলতেন ছেলেদের দলে। মধ্যপ্রদেশের বিলাসপুরের গলি ক্রিকেট থেকে যাঁর উত্থান। পাড়ায় মেয়েদের কোনও দল ছিল না বলে ছেলেদের মতো চুল কেটে তাদের সঙ্গেই খেলতে নেমে যেতেন। সেই শুরু।
দশ বছর বয়সে পূজা মা-কে হারান। দুই দিদির কাছেই মানুষ হয়েছেন। বাবা বন্ধন রাম বিএসএনএলের কর্মী। তিনি কোনওদিন চাইতেন না মেয়ে খেলাধুলো করুক। ১৮ বছর বয়সে পূজার জীবনে কালোমেঘের ঘনঘটা। হাঁটুতে বড়রকমের চোট লাগে। ক্রিকেট জীবনই শেষ হয়ে যেত। বিলাসপুরের কোচ আশুতোষ শ্রীবাস্তব ওই অলরাউন্ডারকে নিজের খরচে অস্ত্রোপচার করে মাঠে ফিরিয়ে আনেন।
সোমবার পূজা নিজের ২৩তম জন্মদিন পালন করবেন গেমসেই। তার আগেরদিন বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট তাঁকে ম্যাচের সেরার পুরস্কার এনে দিয়েছে। চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। পাশাপাশি বাংলার মেয়ে তিতাসের ঝুলিতে এক উইকেট। তিনিও মিডিয়াম পেসার।
দুই মেয়ের কাছেই রবিবার দিনটি বিশেষ অর্থবহ। চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের রাজপথে ধরা দিলেন ভারতের দুই ক্রিকেটার।
এশিয়ান গেমস উপলক্ষ্যে নতুন সুরে ‘বন্দে মাতরম’, শিলং চেম্বার কয়্যারের গানে উপস্থিত তারকা অ্যাথলিটরা