শেষ আপডেট: 26th September 2023 06:30
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2023) প্রথম পদক এল নেহা ঠাকুরের (Neha Thakur) হাত ধরে। শুটিং এবং রোয়িংয়ের পর এবার সেলিংয়ে রুপো জিতল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে পদক জিতলেন।
চিনের হ্যাংঝাউয়ের অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়াড। প্রথম দিন থেকেই ভারত একাধিক ইভেন্টে পদক জিতছে। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ২টি সোনা ও চারটি রুপো রয়েছে। আর ব্রোঞ্জ এসেছে ৬টি।
এদিকে, এদিন সকালেই ভারতীয় পুরুষ হকি টিম ফের ১৬ গোল দিয়েছে। উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে হারিয়ে ভারতীয় দল এখন গ্রুপ তালিকায় শীর্ষে রয়েছে।
সেলিংয়ে পদক এলেও ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল ভারতের কাছে। এদিন ভারতের দিব্যাংশ পানওয়ার এবং রণিতা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেমেছিল। খেলার শুরুতেই ভারত এগিয়ে গিয়েছিল। কিন্তু পরে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা খেলায় ফিরে আসেন। টানটান ম্যাচে শেষ পর্যন্ত ভারত হেরে যায়। ব্রোঞ্জ হাতছাড়া হয় দিব্যাংশদের।
আরও পড়ুন: 'চাক দে ইন্ডিয়া', উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকেও ১৬ গোল দিলেন মনদীপরা