শেষ আপডেট: 24th September 2023 07:31
দ্য ওয়াল ব্যুরো: ১৬-০!
এশিয়ান গেমসের (Asian Games 2023) শুরুটা এভাবেই করল ভারতীয় পুরুষদের হকি দল। উজবেকিস্তানকে মাঠে এক কথায় ধরাশায়ী করলেন মনদীপ সিং, বরুণ কুমাররা। উজবেকিস্তান দলের ছেলেরা একবারও ভারতের জালে বল ঢোকাতে পারেনি (India vs Uzbekistan)।
এদিনের ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতের (Indian Hockey Team)। ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন ললিত। ১৪ মিনিটের মাথায় ফের গোল ভারতের। এবার ভারতকে এগিয়ে দেন বরুণ। ৩ মিনিটের মধ্যে ভারতের হয়ে তৃতীয় গোল করেন অভিষেক। ১৮ মিনিটের মাথায় চতুর্থ গোল। গোলের খাতা খোলেন মনদীপ সিং।
প্রথমার্ধেই ৭ গোলে এগিয়ে যায় ভারত। খেলার দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি উজবেকিস্তান। যত সময় এগিয়েছে ম্যাচে গোলের ব্যবধান বাড়াতে থেকেছেন মনদীপরা। ১৬-০ স্কোরে ম্যাচ শেষ করেন তাঁরা।
মনদীপ, বরুণ ও ললিত--- তিনজনেই হ্যাটট্রিক করেন এদিন। এদিনের ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল ভারত। র্যাঙ্কিংয়ে ৩ নম্বর স্থানে আছেন হরমনপ্রীতরা। সেখানে ৬৬ নম্বরে থাকা উজবেকিস্তানের বিরুদ্ধে জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই কাঙ্ক্ষিত জয় এসেছে ভারতীয় শিবিরে। এখন দেখার এশিয়াডে বাকি পথ কীভাবে এগোন মনদীপরা।
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে স্মৃতিরা, ব্রোঞ্জ এল বোয়িং-এয়ার রাইফেলে