শেষ আপডেট: 24th September 2023 09:19
দ্য ওয়াল ব্যুরো: চিনে এশিয়ান গেমসে (Asian Games 2023) খেলতে গিয়ে প্রথম দিনেই পদক জিতল ভারত (India)। রবিবার সাতসকালে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো পেলেন ভারতের তিন শ্যুটার। ১৯তম এশিয়ান গেমসের শনিবার সরকারিভাবে উদ্বোধন হয়েছে। সেদিক দিয়ে দেখতে গেলে, রবিবারই প্রথম দিন। আর সেই প্রথম দিনেই চমক দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে।
এখানেই শেষ নয়। শ্যুটিংয়ের পর এদিন সকালেই হানঝাউয়ে আয়োজিত এশিয়ান গেমস থেকে দ্বিতীয় পদকটি তুলে নেয় ভারত। মেহুলিদের পর এবার রোয়িংয়ে রূপো জিতল ভারত। পুরুষদের লাইটওয়েট মেনস ডাবল স্কালস থেকে ভারতের হয়ে রূপো জিতলেন অর্জুন জাট লাল এবং অরবিন্দ সিং।
এদিন তাঁদের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এশিয়ান গেমসের সাড়ম্বরে উদ্বোধন, চমক চিনের, ভারতের পতাকা বইলেন লভলিনারা