শেষ আপডেট: 24th September 2023 05:31
দ্য ওয়াল ব্যুরো: রবিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) একের পর এক পদক জিতছে ভারত। এদিন সকালেই আরও একটি পদক ভারতের নিশ্চিত হল। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে প্রতিবেশী দেশকে ৮ উইকেটে উড়িয়ে দেন স্মৃতি মান্ধানারা (India beat Bangladesh)।
ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাট করে মাত্র ৫১ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শুরু থেকেই উইকেট পড়তে শুরু করে তাদের। বাংলাদেশের পাঁচ ব্যাটার এদিন রানের খাতা খুলতেই পারেননি। ভারতীয় বোলারদের দাপটে ১৭.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের এই রান তুলতে ভারতীয় মহিলারা নিয়েছে মাত্র ৮.২ ওভার। অধিনায়ক স্মৃতি মান্ধনা (৭) এদিন ব্যর্থ। ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তোলে ভারত। শেফালি ভার্মা (১৭) ও জেমিমা রদ্রিগেজের (২০) দাপটেই পদক নিশ্চিত করল ভারত।
আরও পড়ুন: এশিয়াডে প্রথম দিনেই বড় সাফল্য ভারতের! ঝুলিতে এল জোড়া পদক