শেষ আপডেট: 26th September 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার তৃতীয় পদক জিতল ভারত। এবার সোনা এল ভারতের ঘরে। ৪১ বছরের ইতিহাসে ইকুয়েস্ট্রিয়ানে (equestrian) প্রথম পদক জয়। দলগত বিভাগে ভারতে সোনা এনে দিলেন অনুশ আগরওয়াল, দিভ্যাকৃত সিং, সুদীপ্তি হাজেলা ও হৃদয় ছেড়ারা।
এদিন প্রথম পদক আসে সেলিংয়ে। নেহা ঠাকুরের হাত ধরে শুটিং এবং রোয়িংয়ের পর সেলিংয়ে রুপো জিতেছে ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে পদক জেতেন। তারপরই ইকুয়েস্ট্রিয়ানে সোনা এল। পরে ইবাদ আলি ব্রোঞ্জ জেতেন।
ইকুয়েস্ট্রিয়ান কী? এটি মূলত ঘোড়ার খেলা। এখানে প্রতিযোগীদের ঘোড়ার পিঠে চড়ে বিভিন্ন বাধা টপকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। কুয়েস্ট্রিয়ানে ভারতীয় দলে ছিলেন বাংলার অনুশ।
এদিন সকালেই ভারতীয় পুরুষ হকি টিম ফের ১৬ গোল দিয়েছে। উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে হারিয়ে ভারতীয় দল এখন গ্রুপ তালিকায় শীর্ষে রয়েছে।
সেলিংয়ে পদক এলেও ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল ভারতের কাছে। এদিন ভারতের দিব্যাংশ পানওয়ার এবং রণিতা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেমেছিল। খেলার শুরুতেই ভারত এগিয়ে গিয়েছিল। কিন্তু পরে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা খেলায় ফিরে আসেন। টানটান ম্যাচে শেষ পর্যন্ত ভারত হেরে যায়। ব্রোঞ্জ হাতছাড়া হয় দিব্যাংশদের।
আরও পড়ুন: 'ভারতে ক্রিকেট খেলতে যাচ্ছি, যুদ্ধ নয়', সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন পাক বোলার