শেষ আপডেট: 26th September 2023 05:29
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games 2023) শুরু থেকেই হরমনপ্রীত সিংয়ের ভারত যেন অশ্বমেধ ঘোড়া। রবিবার উজবেকিস্তানকে ১৬ গোল দিয়েছিল ভারতীয় পুরুষদের হকি দল। সেই ধারা অব্যাহত রইল সিঙ্গাপুরের বিরুদ্ধেও (India beat Singapore)।
মনদীপ ও হরমনপ্রীত এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেন। এছাড়াও ভারতের হয়ে গোল করেছেন ললিত উপাধ্যায়, গুর্জন্ত সিং, বিবেক সাগর প্রসাদ, মনপ্রীত সিং, সামশের সিং, অভিষেক এবং বরুণ কুমার। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন জাকি বিন জুলকারনাইন।
গেমসে ১২ টি দল খেলছে। প্রতি গ্রুপে। ৬টি করে দল। এ গ্রুপে ভারত ছাড়াও আছে উজবেকিস্তান, সিঙ্গাপুর, জাপান, বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দুটি ম্যাচ ভারত বিশাল ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষে উঠে গেল। তারপরেই আছে পাকিস্তান। তারা গত ম্যাচে সিঙ্গাপুরকে ১১-০ গোলে হারিয়েছে। ভারতের পরের ম্যাচ জাপানের বিরুদ্ধে। এখন দেখার সেই ম্যাচেও একই ম্যাজিক থাকে কিনা।
আরও পড়ুন: বিশ্বকাপে রোহিতদের সংসারে ডাকা হল বাংলার দুই জোরে বোলারকে