শেষ আপডেট: 31st August 2023 13:01
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) নিয়ে উন্মাদনা তৈরি হলেও আশঙ্কাও রয়েছে। আদৌ ম্যাচটি হবে কিনা, সেই নিয়ে জল্পনাও চলছে বিস্তর। কারণ শ্রীলঙ্কার যে মাঠে খেলা, সেই পাল্লেকালে একেবারে পাহাড়ের কোলে অবস্থিত। দারুণ মনোরম জায়গা।
আশঙ্কা অবশ্য অন্য জায়গায়। কারণ স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সেদিন বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাই যদি হয়, খেলা ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা।
এমনিতেই ওই রয়্যাল ব্যাটল নিয়ে দারুণ আগ্রহ। মাঠের ৪০ হাজার আসনের কিছুই বাকি নেই। পাশাপাশি টিভিতে খেলা দেখা নিয়েও উৎসাহ রয়েছে। সব থেকে বড় কথা, অগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃষ্টির মরশুম শ্রীলঙ্কায়। তাই এশিয়া কাপের অনেক ম্যাচই বৃষ্টিতে ভণ্ডুল হয়ে যেতে পারে।
ভারতীয় দল শ্রীলঙ্কায় পা দেওয়ার পর থেকে সূর্যের মুখও দেখেনি। বৃহস্পতিবারও কালো মেঘের আস্তরণের মধ্যেই মাঠে অনুশীলন করেন ক্রিকেটাররা। তাই শনিবার বড় ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় কিনা, সেটিও লাখ টাকার প্রশ্ন।
আরও পড়ুন: লন্ডনে অর্থনীতিতে স্নাতক সৌরভ-তনয়া, মেয়ের কাছেই তিন সপ্তাহের জন্য গেলেন মহারাজ