শেষ আপডেট: 30th August 2023 10:53
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) নিয়ে জট কাটল। আগামী ৩১ অগস্ট থেকে শুরু হবে এই ক্রিকেট যুদ্ধ। শেষ হবে ১৭ সেপ্টেম্বর। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে অতীতেও নানা টানাপড়েন দেখা গিয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গে বদলে গেছে, এশিয়া কাপের ভাগ্য। কিন্তু এবছরের এশিয়া কাপ নিয়ে জট যেন আরও জটিল। পাকিস্তানে খেলতে যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেইনিয়ে দীর্ঘদিন টালবাহানার পর অবশেষে জট খুলল। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলই (hybrid model) হবে এবারের এশিয়া কাপ।
এশিয়া কাপে এর আগে এমন মডেলে খেলতে দেখা যায়নি। সেই মডেলেই এবারে এশিয়া কাপ খেলা হবে। পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপে ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল--- মোট ৬ দল অংশ নেবে। এশিয়া কাপের ১৩টি ম্যাচের মধ্যে চারটি হবে পাকিস্তানে বাকি নয় ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। ওয়ান ডে ফর্ম্যাটে হওয়া এই টুর্নামেন্টে খেলতে চলেছিল ছয় দল। নেপাল ছিল এবারের নতুন অতিথি। কিন্তু শুরু থেকেই ভারতের তরফে বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্টভাবে বলে আসছিলেন, ভারত কোনওভাবেই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। ঘটনাচক্রে, জয় শাহ 'এশিয়ান ক্রিকেট কাউন্সিল' বা এসিসি-র সভাপতি। তাঁর প্রস্তাব ছিল, এশিয়া কাপ হোক নিরপেক্ষ ভেন্যুতে।
এদিকে, পাকিস্তান দাবি করছিল ভারত যদি তাদের দেশে খেলতে আসতে না চায় তবে হাইব্রিড মডেলে হোক এশিয়া কাপ। এই নিয়ে দীর্ঘ আলোচনার পর এসিসি জানায় পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও বসবে এই টুর্নামেন্টের আসর।