শেষ আপডেট: 20th January 2022 11:48
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি টেস্ট ক্রম তালিকা থেকে শীর্ষ স্থান হারাল ভারতীয় দল। বরং অস্ট্রেলিয়া একনম্বর স্থান দখল করল অ্যাসেজ জয়ের কারণে। তার মধ্যেই আইসিসি বর্ষসেরা দলগঠনে টেস্টে ডাক পেলেন না বিরাট কোহলি। ভারত থেকে তিনজন রয়েছেন টেস্ট দলে। রোহিত শর্মা ছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। এবার আইসিসি বর্ষসেরা ওয়ান ডে এবং টি ২০ দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি। টেস্টে তিনজনের ডাকে তাও মান রক্ষা হয়েছে। কোহলিকে রাখা হলেও সেটি মর্যাদার হতো। কিন্তু গত দু’বছর কোনও ফরম্যাটেই সেঞ্চুরি পাননি সদ্য প্রাক্তন অধিনায়ক। ২০০৪ সাল থেকে প্রত্যেক বছরই আইসিসির তরফে প্রতিটি ফরম্যাটে ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি বর্ষসেরা দলের ঘোষণাও করা হয়ে থাকে। এমনকি দশকের সেরা দলও ঘোষণা করা হয়। প্রতি ক্ষেত্রেই অন্তত একজন ভারতীয় সর্বদা ওয়ান ডে দলে জায়গা পেয়ে এসেছেন। তবে এই প্রথম কোনো ভারতীয় ছাড়াই ওয়ান ডের বর্ষসেরা দলের ঘোষণা করল বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা। এদিকে, আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্মৃতি মান্ধানা। যদিও বর্ষসেরা ওয়ান ডে দলে রয়েছেন দুই ভারতীয় তারকা। ২০২১-র সার্বিক পারফরম্যান্সের বিচারে ভারতীয় মহিলা দলের দুই সিনিয়র ক্রিকেটার মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীকে রাখা হয়েছে ওয়ান ডে দলে। যদিও মিতালিকে দলের অধিনায়িকা করা হয়নি। দলকে নেতৃত্ব দেবেন হেথার নাইট।