শেষ আপডেট: 26th January 2022 17:48
দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে বহু চমক। প্রত্যাশিতভাবেই দল থেকে বাদ গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও পেসার ভুবনেশ্বর কুমার। নতুন মুখ হিসেবে এসেছেন রবি বিষ্ণোই। দলে এসেছেন কুলদীপ যাদব ও আবেশ খানও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন মুখ হিসেবে এলেন রবি বিষ্ণোই। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে এই উপহার পেলেন। দলের এই তরুণ স্পিনারকে নিয়ে আশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলে ফিরলেন কুলদীপ যাদব। হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি জাতীয় দলের আঙিনায় কামব্যাক করছেন। রোহিত শর্মা ফিট। তিনিই নেতৃত্ব দেবেন দলকে। ভুবনেশ্বর কুমারও নেই। গতবছর সেপ্টেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার হয় কুলদীপের, কোহলি-শাস্ত্রী জমানার শেষ দিকে তিনি ছন্দ হারান। তবে বর্তমান টিম ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচকরা মনে করছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যকরী প্রমাণিত হতে পারেন চায়নাম্যান কুলদীপ। দলে তারুণ্যের ওপর জোর দেওয়া হয়েছে। অনেক নতুন মুখ এনে দলকে তৈরি করা হচ্ছে টি ২০ বিশ্বকাপের লক্ষ্যে। সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরা ও শামিকে। জাদেজার চোট দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেটি জানানো হয়েছে। তাঁকে দুটি দলেই শেষমেশ স্থান দেওয়া হয়েছে পরের দিকে। অক্ষর প্যাটেল টি ২০তে দলে এসেছেন। https://twitter.com/BCCI/status/1486385548063555584 ভারতের ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিঃ), লোকেশ রাহুল (সহ অধিঃ), ঋতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও আবেশ খান। ভারতের টি-২০ দল: রোহিত শর্মা (অধিঃ), লোকেশ রাহুল (সহ অধিঃ), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও আবেশ খান।