শেষ আপডেট: 5th November 2024 09:34
দ্য ওয়াল ব্যুরো: গোটা রাজ্যে সোমবার 'দ্রোহের আলো' কর্মসূচি পালিত হয়েছে। আশোকনগরও ব্যাতিক্রম নয়। সেখানে প্রতিবাদ কর্মসূচির ঢিল ছোড়া দূরে তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠল। শুধু তাই নয়, প্রতিবাদ করায় তরুণীর বন্ধুকে মারধর করা হয় বলেও জানা গেছে। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরও ২ জন পলাতক।
জানা যাচ্ছে, অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকাতে 'দ্রোহের আলো' কর্মসূচি চলছিল। তার থেকে কিছুটা দূরেই এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় চার জন মত্ত যুবক মোটরবাইকে করে গিয়ে ওই যুবকের বান্ধবীকে কটূক্তি করে। তখনই ওই যুবক প্রতিবাদ করেন এবং চিৎকার করে অন্য বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেন। তখনই অভিযুক্তরা ওই যুবকের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ।
ঘটনায় এলাকার বাসিন্দারা এবং আক্রান্ত যুবকের বন্ধুরা অভিযুক্ত চার যুবকের মধ্যে থেকে দু'জনকে ধরে ফেলেন। বাইক আটক করেন। বাকিরা এলাকা থেকে পালিয়ে যায়। ততক্ষণে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই অভিযুক্তকে আটক করে আশোকনগর থানার পুলিশ।
প্রসঙ্গত, সোমবার রাত ১২টা নাগাদ প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পথে এক্সাইড মোড়ে হামলার মুখে পড়েন কয়েকজন মহিলা। অভিযোগ উঠেছে গাড়ির কাচ ভেঙে, গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। প্রথমে ময়দান থানা ও পরে শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা।