শেষ আপডেট: 29th January 2022 12:37
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ চার দশক আগে অস্ট্রেলীয় ক্রিস্টিন ও’নিল এই নজির গড়েছিলেন। তারপর ছিল দীর্ঘ খরা। নিজের দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেই নজির আরও একবার স্পর্শ করলেন অ্যাসলে বার্টি। তিনিই এই মুহূর্তে বিশ্বের সেরা মহিলা টেনিস তারকা। তাঁর আশেপাশে কেউ নেই। শনিবার ফাইনালে বার্টি ৬-৩, ৭-৬ (৭-২) হারালেন ড্যানিয়েলে কলিন্সকে প্রথম সেট খুব সহজেই জিতে নেন বার্টি। দ্বিতীয় সেটে একসময়ে ৫-১ পিছিয়ে ছিলেন তিনি। যখন সবাই ধরেই নিয়েছেন কলিন্স দ্বিতীয় সেট জিতে জমিয়ে দেবেন মহিলাদের ফাইনাল, ঠিক সেই সময়ে ঘুরে দাঁড়ান একনম্বর তারকা। কলিন্সের সার্ভিস দু’বার ব্রেক করেন বার্টি। তার পরে কোর্টে আগুন ধরিয়ে অজি তারকা জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। এটাই বার্টির প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব। এক ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ের শেষে বার্টি নাম তুলে ফেললেন ইতিহাসের পাতায়। ২০১৯ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন বার্টি। ২০২১ সালে উইম্বলডন খেতাবও পেয়েছিলেন, এবার অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন। এই জয়ের ফলে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন তিনি। তাঁর আগে তিনটি বিভিন্ন কোর্টে খেতাব জিতেছিলেন সেরেনা। এবার সেই নজির গড়লেন অ্যাসলে বার্টি। https://twitter.com/AustralianOpen/status/1487393421010804737 রড লেভার এরেনায় ফাইনালে নামার আগে ইতিহাস বলছিল, অস্ট্রেলীয় হিসেবে ১৯৭৮ সালে মহিলা সিঙ্গলস খেতাব জিতেছিলেন ক্রিস্টিন ও’ নিল। দীর্ঘ ৪৪ বছর পেরলেও কোনও অস্ট্রেলিয়ানই নিজেদের দেশে খেতাব জিততে পারেননি। বার্টি সেই ট্রফির খরা কাটালেন। বার্টির কাছে পরাজিত হওয়ার পরে কলিন্স বলেছেন, ‘‘দুর্দান্ত এক খেলোয়াড় তুমি। আমি তোমার গুণগ্রাহী।” বার্টি জেতার পরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এক ভক্ত বলেছেন, ”তুমি প্রকৃত চ্যাম্পিয়ন।” ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো টেনিস তারকা লিখেছেন, ”এই মুহূর্তে অ্যাসলে বার্টির মতো তারকা নেই, যেভাবে খেলায় উন্নতি ঘটিয়েছে, তা এককথায় অসাধারণ।’’ ট্রফি জয়ের পরে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন ২৫ বছরের এই তারকা। খেলা শেষে বার্টি বলেছেন, ‘‘প্রথমে ধন্যবাদ জানাব ড্যানিয়েলেকে। আগামী দিনে অনেক বেশি লড়াই করবে, আমি নিশ্চিত। ফাইনালে যে ভাবে আমাকে সমর্থন করেছেন দেশের মানুষ, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। দর্শকরাই আমাকে তাতিয়ে দিয়ে ভাল খেলাটা বের করেছেন।’’