শেষ আপডেট: 20th June 2023 19:07
দ্য ওয়াল ব্যুরো: বার্মিংহামে দুরন্ত জয় তুলে নিল অস্ট্রেলিয়া। কেন টেস্ট ক্রিকেট এখনও সেরা, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল এই ম্যাচ।
ইংল্যান্ডের জয়ের জন্য চাই সেইসময় দুই উইকেট, আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫ রান। তখনও বোঝা যাচ্ছিল না কে জিতবে। কারণ ক্রিকেট এক বলের খেলা। তাই অজিদের শেষ দুই জুটি সতর্ক ছিলেন।
দলের অধিনায়ক কামিন্স ও লিয়ন মিলে কঠিন পথকে সরল করে দিলেন। তাঁরা ইংল্যান্ডের রানকে টপকে গেলেন। দুই উইকেটে জিতে গেল অজিরা। ক্রিকেট খেলার শুরুটা যত ভালই হোক না কেন, শেষটিও ভাল হওয়া জরুরি। সেটাই করলেন কামিন্সরা।
অস্ট্রেলিয়ার দরকার ছিল জয়ের জন্য ২৮১ রান। একটা সময় সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তার মধ্যে আবার ইংল্যান্ড ক্যাচ মিস করে অজিদের জয়ের ৩৭ রান দূরে। ওটাই খেলার টার্নিং পয়েন্ট হয়ে যায়।
অজিদের লড়াইয়ের পথ দেখিয়েছেন উসমান খোয়াজা। দুই ইনিংসেই রান পেয়েছেন তিনি। তবে সব ভাল যার শেষ ভালর মতো কামিন্স যে ইনিংস খেলে গেলেন সেটি চাপের কাছে দুরন্ত বললেও কম বলা হয়।
প্রথম ইনিংসে ইংল্যান্ড যেভাবে খেলার সমাপ্তি ঘোষণা করেছে সেই জন্য তাদের ঘরের মাঠে প্রথম টেস্টে ভুগতে হল। তারা সাত রান দূরে থামিয়ে দিয়েছে চারশো রানের আগে। এই বিলাসিতা তাদের ভোগাল। অজিরা সেই যে খেলায় নার্ভ পেয়ে গেল তাতেই বাজিমাত করে বেরিয়ে গিয়েছে।
ইংল্যান্ড বোলাররা ভাল বল করলে কী হবে, অজিরা সব দিক থেকে টেক্কা দিয়েছে তাদের। তাই খেলা শেষেই না হলে বিরাট কোহলি টুইট করলেন এই জন্যই টেস্ট ক্রিকেটের আলাদা আকর্ষণ।
পাকিস্তান ম্যাচের আগে চাঙ্গা ভারতীয় শিবির, সাফে বুধ সন্ধ্যায় মহারণ