শেষ আপডেট: 1st October 2023 19:19
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গত ৩ সপ্তাহ ধরে খোঁজ মিলছিল না আসানসোলের এক যুবকের। উদ্বিগ্ন পরিজন থানায় খবর দিয়েছিলেন। অবশেষে সেই যুবকের খোঁজ মিলল। আসানসোলের একটি কারখানার জল ভর্তি চৌবাচ্চা থেকে উদ্ধার হল যুবকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পূর্ব বর্ধমানের আসানসোলের বার্নপুরে ইস্কো কারখানার ভিতরে একটি চৌবাচ্চা থেকে শনিবার সকালে ওই যুবকের দেহ মেলে। এদিন সকালে ইস্কো কারখানার সিও অ্যান্ড সিসি বিভাগের অধীন ব্যাটারি সিওবি ৮ নম্বর ওয়ার্সের সংরক্ষিত এলাকায় একটি বড় চৌবাচ্চার মধ্যে থেকে দুর্গন্ধ পান কর্মীরা। এরপরই জলের মধ্যে এক যুবকের মৃতদেহ আবিষ্কার করেন তাঁরা। মৃতদেহটিতে পচন ধরায় তা থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
এরপরই সিও অ্যান্ড সিসি বিভাগের এজিএম পুলিশে খবর দেন। হীরাপুর থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপরই পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় নিখোঁজ যুবক হায়দার খান ওরফে টিঙ্কুর পরিজনদের। রবিবার সকালে টিঙ্কুর বাবা এবং স্ত্রী এসে শনাক্ত করেন মৃত যুবকের দেহ।
জানা গেছে, ৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল হায়দার খান ওরফে টিঙ্কু, তারপর থেকেই সন্ধান মেলেনি তাঁর। ১০ সেপ্টেম্বর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। তবে কী কারণে টিঙ্কুর মৃত্যু হল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয়দের কথায়, ওই এলাকাটি সংরক্ষিত হওয়ায় বিশেষ কেউ ওই এলাকায় যায় না। সেক্ষেত্রে ওই যুবক কীভাবে ওই কারখানার মধ্যে ঢুকল এবং চৌবাচ্চার কাছাকাছি গেল সে নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, যদিও নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।