প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 November 2024 06:43
দ্য ওয়াল ব্যুরো: ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক মতো জল ছাড়ছে না। আর সেই কারণে একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এমনই অভিযোগ তুললেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তাঁর বক্তব্য, পুরনিগম এলাকায় কোথাও কোথাও পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। বুধবার এই সমস্যা নিয়ে একটি বৈঠকও করেন তিনি।
আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের যোগান আসে দামোদর নদ থেকে। ডিভিসির ছাড়া জল দামোদর নদ থেকে সংগ্রহ করে সেই জল পরিশ্রুত করে আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে পুরনিগম কর্তৃপক্ষ। কিন্তু মেয়রের দাবি, ডিভিসি জল না ছাড়ার কারণে এখন পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে।
এই অভিযোগ পত্রপাঠ উড়িয়ে দিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, আসানসোল পুরনিগম এলাকার পানীয় জলের সমস্যাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাঁর বক্তব্য, বর্ষাকাল চলে গেছে। ডিভিসির কাছে যে জল আছে তা দিয়ে গ্রীষ্মকাল পর্যন্ত চালাতে হবে। তাই জল রেখে ছাড়তে হচ্ছে তাঁদের।
অগ্নিমিত্রা আরও বলেন, ডিভিসি প্রতিদিন জল ছাড়ছে, কিন্তু ঠিকভাবে ডেজিং না হওয়ার কারণে জল সব জায়গায় পৌঁছাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। নিজেদের খামতি ঢাকতে ডিভিসির ওপর দায় চাপানো হচ্ছে বলেই অভিযোগ অগ্নিমিত্রার।