Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবার
Asansol - DVC

আসানসোল পুর এলাকায় পানীয় জলের সমস্যা, ডিভিসি'র দিকে উঠল অভিযোগের আঙুল

আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের যোগান আসে দামোদর নদ থেকে।

আসানসোল পুর এলাকায় পানীয় জলের সমস্যা, ডিভিসি'র দিকে উঠল অভিযোগের আঙুল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 November 2024 06:43

দ্য ওয়াল ব্যুরো: ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক মতো জল ছাড়ছে না। আর সেই কারণে একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এমনই অভিযোগ তুললেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তাঁর বক্তব্য, পুরনিগম এলাকায় কোথাও কোথাও পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। বুধবার এই সমস্যা নিয়ে একটি বৈঠকও করেন তিনি। 

আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের যোগান আসে দামোদর নদ থেকে। ডিভিসির ছাড়া জল দামোদর নদ থেকে সংগ্রহ করে সেই জল পরিশ্রুত করে আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে পুরনিগম কর্তৃপক্ষ। কিন্তু মেয়রের দাবি, ডিভিসি জল না ছাড়ার কারণে এখন পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। 

এই অভিযোগ পত্রপাঠ উড়িয়ে দিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, আসানসোল পুরনিগম এলাকার পানীয় জলের সমস্যাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাঁর বক্তব্য, বর্ষাকাল চলে গেছে। ডিভিসির কাছে যে জল আছে তা দিয়ে গ্রীষ্মকাল পর্যন্ত চালাতে হবে। তাই জল রেখে ছাড়তে হচ্ছে তাঁদের।  

অগ্নিমিত্রা আরও বলেন, ডিভিসি প্রতিদিন জল ছাড়ছে, কিন্তু ঠিকভাবে ডেজিং না হওয়ার কারণে জল সব জায়গায় পৌঁছাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। নিজেদের খামতি ঢাকতে ডিভিসির ওপর দায় চাপানো হচ্ছে বলেই অভিযোগ অগ্নিমিত্রার। 


ভিডিও স্টোরি