শেষ আপডেট: 14th February 2024 20:35
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: লয়লা-মজনু বা রোমিও-জুলিয়েটের প্রেমকাহিনীকে হার মানাতে পারে তাঁর প্রেম। আসানসোলবাসীর কাছে তিনি ‘মিস্টার ভ্যালেন্টাইন’। প্রেমিকার স্মৃতিতে লিখেছেন ৩৭২ ফুটের প্রেমপত্র। ভ্যালেন্টাইন্স ডে'র দিনে বিশাল প্রেমপত্র খুলে প্রেমিকার স্মৃতিচারণা করলেন অনুপম ঘোষাল।
আসানসোল কোর্ট মোড়ের বাসিন্দা অনুপমের বয়স যখন ১৮ বছর, তখন প্রতিবেশী এক তরুণীকে মন দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যে সেই তরুণীও অনুপমের অনুভূতি বুঝতে পারে। চোখের ইশারা, গোপনে কথা চলত তাঁদের মধ্যে। এভাবে দুজনে মিলে কাটিয়ে দেন পাঁচ পাঁচটা বছর। একে অপরের জীবন কাটানোর শপথ নিলেও পরিণতি পায়নি তাঁদের প্রেম। আচমকা বাবা-মায়ের সঙ্গে কলকাতা চলে আসে ওই তরুণী। তার পর আর প্রেয়সীর সঙ্গে দেখা হয়নি অনুপমের। প্রেমিকাকে অনেক খোঁজার চেষ্টা করেছেন, বারে বারে তা ব্যর্থ হয়েছেন।
এরপরেই প্রেমিকার জন্য থাকা জমা অনুভূতিগুলি বাড়িতে রাখা সস্তার রোল পেপারে লিখতে শুরু করেন তিনি। অনুপম বলেন, "প্রেম পরিণতি না পাওয়া একবার আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশেষে মনের কোণায় জমে থাকা না বলা কথাগুলোকে লিখতে শুরু করলাম। স্নান-খাওয়া ভুলে টানা ৭২ ঘণ্টা শুধু লিখেই গিয়েছি।"
বর্তমানে স্নায়ুরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অনুপম। কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছে। তবুও প্রেমিকা জন্য লেখা চিঠিতেই তাঁর মন ডুবে থাকে। অনুপম চান, তাঁর প্রথম প্রেমের স্মৃতিতে রচিত চিঠি কোথাও সংরক্ষণ করা হোক। কারণ বাড়িতে তা অসম্ভব। সরকারের কাছেও বহুবার তিনি আবেদনও জানিয়েছেন। তবে ইতিমধ্যে অনুপমের এই প্রেমের গল্প নিয়ে দুটি বাংলা বইও ছাপা হয়েছে।