শেষ আপডেট: 9th December 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
জানা গেছে, সম্প্রতি দিন্দা মন্তব্য করেন জলপাইগুড়ি স্টেডিয়াম তৈরির জন্য ৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এমন মন্তব্যের জন্যই বিজেপি বিধায়ককে প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়েই পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিলেন অধ্যক্ষ।
গত বুধবারই বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্য সরকারের ক্রীড়া বিষয়ক বরাদ্দ নিয়ে সরব হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের হাতে থাকা খেলাধুলার জন্য তৈরি স্টেডিয়ামে গরু চড়ে বেড়াচ্ছে।
ক্রীড়া মন্ত্রী আরও মনে করিয়ে দেন, জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে সাইয়ের সঙ্গে চুক্তি হয়েছিল ২০১৭ সালের ২৭ ডিসেম্বর। সেখানে সাতটি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছিল। আজ সেখানে গরু চরছে। এ বিষয়ে চার বার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানালেও আজ অবধি কিছু করা হয়নি। রাজ্য সরকার ১১০ কোটি টাকা দিয়ে এই স্টেডিয়াম করে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা সাই-য়ের হাতে তুলে দেয়।
অরূপের জবাবে বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, ‘মন্ত্রী দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি স্টেডিয়াম নির্মাণে কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে। তিনি বলেছিলেন, এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে রাজ্য কোনও জবাব দেয়নি। সাইয়ের তরফে রাজ্যের কাছে পাঠানো চিঠির উত্তর চেয়েছিল কেন্দ্র। তাও দেওয়া হয়নি।'
ক্রীড়ামন্ত্রীকে চ্যালেঞ্জ করে দিন্দার অভিযোগ, উনি বিধানসভা এবং মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। বীরভূমের জন্য ৫০ কোটি টাকা কেন্দ্রের থেকে নিয়ে আসার কথা আমি কোনওদিন বলিনি। আমি বারবার বলেছি স্টেডিয়াম তৈরি নিয়ে আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন, ২০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে রাজ্যের তরফে জবাব মেলেনি। সে কারণেই আমি ক্রীড়া মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম।’
বিজেপি সাংসদ মনে করিয়ে দেন, স্টেডিয়াম নির্মাণের পুরো ক্রেডিট রাজ্য সরকার নিজের পকেটে পুরতে চাইলেও এটা মনে রাখতে হবে এই নির্মাণের জন্য কেন্দ্রও অনেক টাকা দিয়েছে। দিন্দার এই মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। যার প্রেক্ষিতে এবার ময়নার বিজেপি বিধায়ককে সঠিক তথ্য ও কাগজ বিধানসভায় দ্রুত জমার নির্দেশ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।