শেষ আপডেট: 9th January 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের হাতে অনেক আগেই গ্রেফতার হয়েছেন জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা মনোজ গুপ্ত। সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলে থেকে পুলিশের এক প্রাক্তন সাব ইন্সপেক্টর আবদুল হাইকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার দুজনের সরাসরি যোগসূত্রের প্রমাণ মিলল।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একের পর এক গ্রেফতারি হয়েছে। সিঙ্গুর থেকে দুই যুবক ছাড়াও টিকিয়াপাড়া থেকে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। সকলে এই চক্রে কতটা জড়িয়ে তা খতিয়ে দেখা শুরু হয়েছিল। এবার সেই তদন্তেই নয়া মোড়। চক্রের কিংপিন মনোজ গুপ্তর সঙ্গে আবদুল হাই সরকারি যুক্ত বলে তথ্য পেয়েছে পুলিশ। তাঁদের মধ্যে লক্ষাধিক টাকার লেনদেনও হয়েছিল।
সমরেশ নামের ধৃত এক যুবকের সঙ্গে আবদুল হাইয়ের যোগ ছিল বলে আগে জানা গেছিল। তবে সরাসরি মনোজ গুপ্তর সঙ্গে তাঁর যোগ এই তদন্তে বিরাট গতি আনল। তদন্তকারীরা জানতে পেরেছেন, মনোজ গুপ্তর বাড়ি মাঝে মধ্যেই যেতেন আবদুল হাই। সেখানেই জাল নথি দিয়ে বানানো পাসপোর্টের ভেরিফিকেশন হত এবং আর্থিক লেনদেন হত।
তদন্তে উঠে এসেছে, এই ধরনের কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল এবং তার মধ্যে অন্তত ৫৩টির নথি ভেরিফিকেশন করেছিলেন আবদুল হাই। তবে বাকিগুলির কে করেছে তার হদিশ এখনও মেলেনি। পুলিশের অনুমান, এই প্রাক্তন পুলিশ কর্মী ছাড়াও আরও অনেকে এই চক্রে জড়িত। তাই তল্লাশি অভিযান এখনও চলছে।
তদন্তে নেমে পুলিশের কর্তারা জানতে পারেন, এই ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনেই কাজ করতেন। চাকরির মেয়াদ শেষের এক বছর আগে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন আবদুল। তারপর থেকেই পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে যে সমস্ত নথি যাচাই করতে হয় সেই নথি যাচাইয়ের সময়ে বেআইনিভাবে অনেককেই পাসপোর্ট পাইয়ে দিতেন তিনি। জাল পাসপোর্ট পিছু ২৫ হাজার করে নিতেন বলেও অভিযোগ।