Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট
Soumitra Khan

সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি, এবার হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের নির্দেশ

এর আগে একাধিক তলব করেও হাজিরা দেননি সৌমিত্র।

সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি, এবার হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের নির্দেশ

সৌমিত্র খাঁ

শেষ আপডেট: 25 June 2024 07:22

দ্য ওয়াল ব্যুরো : বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। এর আগে একাধিক তলব করেও হাজিরা দেননি সৌমিত্র। আর এবার হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে বিধাননগর এমএলএ, এমপি আদালতের বিচারক। 

সূত্রের খবর, ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় সৌমিত্রর বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় সৌমিত্রকে এর আগে চার বার এমপি, এমএলএ কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন সাংসদ। 

মঙ্গলবার সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে। এদিনও তিনিও আদালতে উপস্থিত হননি। সৌমিত্রর আইনজীবী জানান, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় তাঁর মক্কেল হাজিরা দিতে পারছেন না। এদিকে বার বার তলব করেও হাজিরা না দেওয়ায় সৌমিত্রর উপর এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত। এরপরই আগামী ৯ জুলাই ফের তাঁকে হাজিরার নির্দেশ দেন বিচারক। আর সেই হাজিরা এড়ালে সৌমিত্রকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদলত। 

চব্বিশের লোকসভায় বিষ্ণুপুর আসন থেকে তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়েছেন সৌমিত্র। ৫৫৬৭ ভোটে জিতেছেন বিজেপির সৌমিত্র। যদিও আগের চেয়ে তাঁর ভোটের ব্যবধান কমেছে। ২০১৪ সালে এই আসন থেকেই তৃণমূলের টিকিটে সৌমিত্র জিতেছিলেন প্রায় দেড় লাখ ভোটে। এরপর ২০১৯ সালে তাঁর জয়ের ব্যবধান ছিল ৭৮ হাজার। তবে সেবার সৌমিত্রের জয়ে বড় ভূমিকা ছিল সুজাতার। আইনি জটিলতায় ২০১৯ সালের লোকসভা ভোটে সৌমিত্র বিষ্ণুপুরে ঢুকতেই পারেননি। তাঁর হয়ে প্রচার করেছিলেন প্রাক্তন স্ত্রী সুজাতা। শেষ পর্যন্ত জেতেন সৌমিত্র। এর দু'বছরের মধ্যেই দম্পতির বিচ্ছেদ হয়ে যায়। আলাদা হয় তাঁদের রাজনীতির পথও।


ভিডিও স্টোরি