শেষ আপডেট: 12th January 2022 11:47
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বিজেপি মন্ত্রিসভা (BJP Ministry) থেকে ইস্তফা দেন ওবিসি নেতা স্বামীপ্রসাদ মৌর্য (Swami prasad Mourya)। তার ২৪ ঘণ্টার মধ্যে সুলতানপুরে (Sultanpur) মৌর্যের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ২০১৪ সালে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বুধবারই তাঁকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এরপরে তাঁকে ২৪ জানুয়ারি আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ২০১৪ সালে মৌর্য মায়াবতীর বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন। তখন তিনি এক ভাষণে বলেছিলেন, "বিবাহের সময় দেবী দুর্গা বা গণেশের পুজো করা উচিত নয়। দলিত ও পশ্চাৎপদ শ্রেণির মানুষকে দাস বানিয়ে রাখার জন্য উচ্চবর্ণেরা তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।"