শেষ আপডেট: 18th February 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ২২ জুলাই। নিয়োগ দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থকে জেরার সূত্রেই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু'দফায় প্রায় ৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। রাশি রাশি নগদ টাকার সেই ছবি দেখে বাংলা তো বটেই হতভম্ব হয়ে গিয়েছিল তামাম দুনিয়া।
গত বছর জামিনে মুক্তি পেয়েছেন পার্থর সেই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, ফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্পিতা। তারপরই বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ইতিমধ্যে অর্পিতার যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কোথা থেকে আবার টাকা আসছে?
সূত্রের খবর এবিষয়ে আদালতে পার্থর বান্ধবী জানিয়েছেন যে তাঁর বাবা-মা দু’জনেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন। দুজনেরই মৃত্যু হয়েছে। ফলে তাঁদের অ্যাকাউন্টের টাকা তাঁর প্রাপ্য। কিন্তু সেই টাকা পেতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। এজন্যই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান। কারণ, বেঁচে থাকার জন্য তো টাকা দরকার। অথচ তাঁর সব অ্যাকাউন্ট ফ্রিজ করা রয়েছে।
এ বিষয়ে ইডির তদন্তকারী অফিসারের সঙ্গে অর্পিতাকে কথা বলার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।