শেষ আপডেট: 31st December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হয়েছেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এত দিন তিন বাহিনীর উপরে ছিলেন শুধুই রাষ্ট্রপতি। এবার তিন প্রধানের উপরে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিপিন রাওয়াত। স্থলসেনা বাহিনী, নৌসেনা ও বায়ুসেনার কাজের মধ্যে সমন্বয়ের দায়িত্ব এখনও তাঁরই কাঁধে। দেশের তিন বাহিনীর প্রতিনিধি স্বরূপ চিফ অব ডিফেন্স স্টাফের পোশাকেও আসছে বদল। কেমন হতে চলেছে রাওয়াতের নতুন সাজ, তার একটা আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। প্রাক্তন সেনাপ্রধান এখন সরকারের সঙ্গে সেনাবাহিনীর সংযোগ রক্ষাকারী ‘সিঙ্গল পয়েন্ট অ্যাডভাইজর’। সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরামর্শ দেবেন তিনি। দেশের প্রতিরক্ষাকে আরও মজবুত করতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো তো বটেই, তিন বাহিনীর পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন বিপিন রাওয়াত। তিন বাহিনীর মূল পরামর্শদাতার পোশাকেও দেখা যাবে তার ছাপ। চিফ অব ডিফেন্স স্টাফের পিক ক্যাপ, কাঁধের ব্যাজ, বেল্ট বাকল, ইউনিফর্মের বোতাম কেমন হবে তার প্রতীকী ছবি নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ভারতীয় সেনা। https://twitter.com/adgpi/status/1211932146677342208?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1211932146677342208&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Farmys-sword-iafs-eagle-and-navys-anchor-on-insignia-as-bipin-rawat-takes-charge-as-indias-first-cds-2441909.html স্থলসেনা বাহিনী, নৌসেনা বা বায়ুসেনা প্রধানের পিক ক্যাপ যেমন হয়, সিডিএসের পিক ক্যাপ হবে তার থেকে কিছুটা আলাদা। তিন বাহিনীর প্রতিনিধি সূচক ব্যাজ লাগানো থাকবে ক্যাপে। পিক ক্যাপে যে ব্যাজ লাগানো হবে, সেই ব্যাজই থাকবে বেল্ট বাকলেও। ইউনিফর্মের বোতামেও থাকবে তেমনই ব্যাজের আদল। https://twitter.com/adgpi/status/1211932083452407813?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1211932083452407813&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Farmys-sword-iafs-eagle-and-navys-anchor-on-insignia-as-bipin-rawat-takes-charge-as-indias-first-cds-2441909.html জলপাইরঙা পোশাকের কাঁধের কাছে মেরুন প্যাচের উপর সোনালি রঙের অশোকস্তম্ভ এবং ব্যাজ লাগানো থাকবে। র্যাঙ্ক বোঝানোর জন্য কাঁধে আলাদা করে কোনও তরোয়াল, লাঠি বা তারার চিহ্ন থাকবে না। সিডিএসের কাজের নিরপেক্ষতা বোঝাতে তিন বাহিনীর কোনও রেজিমেন্টের প্রতীক বা চিহ্ন থাকবে না ইউনিফর্মে।