শেষ আপডেট: 13th October 2022 10:56
দ্য ওয়াল ব্যুরো: দু'দিনের লড়াই শেষ। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীরে (Kashmir) জঙ্গি (terrorist) দমনে অংশ নিয়ে গুলিতে (bullet) গুরুতর জখম হয়েছিল সারমেয় 'জুম' ( Army Dog Zoom)। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। অবশেষে আজ বৃহস্পতিবার মৃত্যু হল (dies) জুমের।
মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ অঞ্চলে লস্কর-ই-তৈবা জঙ্গিদের গুপ্ত ঘাঁটির সন্ধান পায় ভারতীয় সেনা। তারপরেই ওই অঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানেই সেনাকে সঙ্গ দিয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয় জুম। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই সেদিন গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। সেই সময় দুই জঙ্গিকে আক্রমণ করে জুম। তাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জুমের মুখে ও পায়ে গুলি লাগে। কিন্তু গুরুতর জখম হয়েও কর্তব্য ভোলেনি জুম। আহত অবস্থাতেই দুই জঙ্গিকে নিকেশ করতে সাহায্য করেছিল সে। অভিযানের শেষে শ্রীনগরের একটি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই আজ বেলা ১১.৪৫ নাগাদ মৃত্যু হয় জুমের।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জুমের মুখে স্প্লিন্টারের ক্ষত ছিল। তার পিছনের পা ভেঙে গিয়েছিল। আজ সকাল পর্যন্তও জুমের অবস্থা স্থিতিশীল ছিল। তবে বেলা বাড়তেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে মৃত্যু হয় জুমের।
১৩ জন মানুষকে গিলে খেয়েছিল, মহারাষ্ট্রের নরখাদক বাঘ অবশেষে খাঁচাবন্দি