শেষ আপডেট: 11th March 2022 09:37
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ভেঙে পড়ল একটি সেনা হেলিকপ্টার (Army Chopper Crash)। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। উদ্ধারকারী দল নেমেছে উদ্ধারে।
জানা গেছে, চিতা নামক সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি জখম সেনাদের আনতেই যাচ্ছিল। কাশ্মীরের (Kashmir) গুরেজ সেক্টরে এলওসির কাছে এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। তবে হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হেলিকপ্টারটি অবতরণের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে সেটা সম্ভব হয়নি। আর তারপরেই এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল হেলিকপ্টারে থাকা মানুষের খোঁজে গেছে।