শেষ আপডেট: 11th March 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর ইস্যুতে (Jadavpur University) এবার সন্মুখ সমরে মদন মিত্র (Madan Mitra) বনাম অর্জুন সিং (Arjun Singh)।
যাদবপুরের ঘটনার নেপথ্যে বাম-সিপিএমের সেটিং তত্ত্ব রয়েছে বলে অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। যার জবাবে সোমবার অর্জুনের উদ্দেশে মদনের হুঁশিয়ারি ছিল, "কামারহাটিতে ঢুকতে চাইলে, ঢুকতে পারবে, কিন্তু বেরতে আর পারবে না।”
২৪ ঘণ্টার ব্যবধানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন।
অর্জুন সিংয়ের কথায়, "বাম জমানায় কোথায় ছিলেন মদন মিত্র? তখন তো তৃণমূলের একটা মিছিল করতেও আমার হাতে পায়ে ধরতো!"
এরপরই মদনের উদ্দেশ্যে অর্জুনের চ্যালেঞ্জ, "কামারহাটি ছেড়ে দিন। মদন মিত্রকে বলুন, কোথায় আসতে হবে। ভবানীপুরে তো ওর অরিজিনাল বাড়ি। আমি যেদিন চাইব, ওর সঙ্গে থাকা লোকজন ওকে চড় থাপ্পড় মারবে!"
বেশি বাড়াবাড়ি করলে অর্জুন সিংয়ের চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মদন। এদিন যার জবাবে অর্জুন বলেন, "এখন সরকারে এসে অনেক বড় বড় কথা বলছে। ও কি চামড়া গোটাবে? যে ২৭ মাস জেল খেটেছে, আবার জেট খাটবে, আবার জেলে ঢুকবে।"
এরপরই কটাক্ষের সুরে অর্জুন বলেন, "খারাপ লোকও চায় নিজের ছেলে ভাল হোক। এই মদন মিত্রকে একমাত্র দেখলাম, নিজের ছেলেকে তোলাবাজ, গুন্ডা বানাচ্ছে!"
রাজনীতিতে টিকে থাকার জন্য, নিজের টিআরপির জন্য মদন মিত্র অবান্তর কথাবার্তা বলছেন বলেও অভিযোগ করেছেন অর্জুন। এখন দেখার পাল্টা জবাবে মদন মিত্র কী বলেন।