শেষ আপডেট: 28th July 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: শনিবার নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে কথা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়, মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন তিনি। আর সেই ঘটনায় পাল্টা মমতাকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বললেন, "সবই নাটক। মাইক বন্ধ করা হয়নি।"
মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, তিনি ৫ মিনিট বলতে না বলতেই বারবার বেল বাজানো হয়। যদিও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ২০ মিনিট ধরে কথা বলার সুযোগ পান। শনিবার বাংলার মুখ্যমন্ত্রীর নাটকীয়ভাবে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে আসার খবরে জাতীয় স্তরের রাজনীতিতে হইচই পড়ে যায়। সেই ঘটনা নিয়ে অর্জুনের বক্তব্য, "উনি সবসময় মিথ্যা কথা বলেন। ওখানে মাইক বন্ধ করার কোনও লোক থাকে না। বরং ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে শেষে বলার কথা থাকলেও প্রধানমন্ত্রী সাত নম্বরে বলতে দিয়েছেন। গুজরাতের নম্বরে ওনাকে দেওয়া হয়েছে। ওনার নাটক এক্সপোজ হয়ে গেছে।"
শুক্রবার রাজধানীতে পৌঁছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গিয়েছিলেন মমতা। কেজরিওয়ালের বাবা-মায়ের আর্শীবাদ নেন তিনি। তা নিয়েও পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন অর্জুন। ব্যারাকপুরের 'দাবাং' নেতার কথায়, "উনি দিল্লি গিয়েছিলেন কারোর আর্শীবার্দ নিতে। একদিকে উনি ইন্ডিয়া জোটে আছেন, আবার কেউ যখন যাচ্ছেন না তখন বৈঠকে হাজির হয়ে যাচ্ছেন। একদিকে ইন্ডি জোটকে হাতে রাখছে, আরেক দিকে এনডিএ-এর সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা চালাচ্ছেন।"
মমতার অভিযোগ অবশ্য খণ্ডন করে দিয়েছে বিজেপি। সমস্ত অভিযোগের জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানান, উনি অসত্য বলছেন। তাঁর দাবি, বৈঠক-সভার ঘড়ি বলছে, মমতার বলার সময়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যদিও বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন ইন্ডিয়া জোট। নীতি আয়োগ বৈঠকের ইস্যুতে বিজেপির কড়া নিন্দা করেন জয়রাম রামেশরা।