শেষ আপডেট: 28th March 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: বোমা-গুলি কাণ্ডে গত বুধবার রাত থেকে উত্তপ্ত ভাটপাড়া। ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিংকে (Arjun Singh) বার বার তিনবার নোটিস ধরিয়েছে পুলিশ। এরই মধ্যে তাঁকে 'গ্রেফতার করে খুনের চেষ্টা করা হতে পারে' বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
বোমা, গুলি কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। ফের তলবও করা হয়। এরপরই গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্জুন।
ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ, "মিথ্যে কেসে গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে। তৃণমূল পারে না. এমন কোনও কাজ নেই।"
এদিকে শুরু থেকেই অর্জুনের গ্রেফতারের দাবিতে সরব ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। ইতিমধ্যে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সামনে এনেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, নমিত সিং বনাম মহম্মদ ফিরোজের দল একটি গলির মধ্যে একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। কিছু পরে গলির মধ্যে দেখা যায় অর্জুন সিং ও তার দলবলকে। সোমনাথের অভিযোগ, বুধবার রাতে বোমা-গুলি কাণ্ডের প্রধান মাথা অর্জুনই। তাই অবিলম্বে ওকে গ্রেফতার করা উচিত।
এদিকে অর্জুনকে গ্রেফতার করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধের পর বৃহস্পতিবারও ভাটপাড়ায় বোমা পড়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গিয়ে শুভেন্দু বলেন, অর্জুনকে গ্রেফতার করলে শিল্পাঞ্চল অচল করে দেব। এদিকে বোমাগুলি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে আদালত অর্জুনকে রক্ষাকবচ দেয় কিনা সেটাই দেখার।