শেষ আপডেট: 15th May 2023 19:28
দ্য ওয়াল ব্যুরো: মেসির বিশ্বকাপ জয়ের (Argentine World Cupper) সিংহভাগ কৃতিত্ব তাঁর গ্লাভসের উপরেই বর্তায়। ফাইনালের রাতে যদি ফ্রান্সের সামনে তিনি চিনের প্রাচীর হয়ে না দাঁড়াতেন, তাহলে হয়তো ফের স্বপ্নভঙ্গের রাত দেখতে হতো লিওনেল মেসি-সহ গোটা আর্জেন্টিনা, এমনকী বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অজস্র নীল-সাদা জার্সির ভক্তদের। তিনি এমিলিয়ানো মার্টিনেজ। যাঁর বিশ্বস্ত দুই হাত মেসিকে বিশ্বকাপ ছুঁতে সাহায্য করেছিল। এবার সেই আর্জেন্টাইন বিশ্বকাপার পা রাখতে চলেছেন কলকাতায় (Emiliano Martinez visit Kolkata)।
গত ১৭ ফেব্রুয়ারি প্রথম এই খবর প্রকাশিত হয়েছিল দ্য ওয়ালে। জানা গিয়েছিল, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার খুব শিগগিরই সিটি অফ জয়ে পা রাখবেন। আর এই উদ্যোগের পিছনে রয়েছেন বাংলার বিশিষ্ট ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। এরপর থেকেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে কলকাতায় আসবেন কিবু মার্টিনেজ।
অবশেষে সোমবার রাতে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) তরফে সেই দিন ঘোষণা করা হল। ক্লাবের সচিব দেবাশিস দত্ত একটি বিবৃতি জারি করে জানান, আগামী ৪ জুলাই, মঙ্গলবার শতাব্দীপ্রাচীন ক্লাবের মাঠে পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। একসময় যে ক্লাবের মাঠে পা পড়েছিল স্বয়ং ফুটবল রাজপুত্র দিয়াগো মারাদোনার, একসময় যে ক্লাবের বিপক্ষে খেলে গিয়েছেন ফুটবল সম্রাট পেলে, এবার সেই ক্লাবের মাঠেই আসতে চলেছেন কিবু।
সোমবার রাতে সেই বিজ্ঞপ্তির ছবি ছাড়াও আরও দু'টি ছবি পোস্ট করা হয়েছে মোহনবাগান ক্লাবের ফেসবুক পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে মোহনবাগানের জার্সি হাতে দাঁড়িয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। আর একটি ছবিতে দেখা যাচ্ছে একটি ফুটবল। যার উপরে লেখা 'চিয়ার্স মোহনবাগান', সঙ্গে অটোগ্রাফ দিয়ে লেখা 'কিবু'।
এই পোস্ট দেখে স্বাভাবিকভাবেই এ রাজ্যের আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে। এঁদের মধ্যে অনেকেই মোহনবাগান, অনেকে ইস্টবেঙ্গলও। তবে একটা জায়গায় গিয়ে সকলেই গলা ফাটাচ্ছেন একজনের হয়েই। তিনি এমিলিয়ানো মার্টিনেজ। কারণ, তাঁর হাত ধরেই তো সফল হয়েছে এতবছরের অপূর্ণ স্বপ্ন।
জাভির স্পর্শে বদলে গিয়েছে বার্সা, চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা লেভানদস্কিদের