শেষ আপডেট: 29th June 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: এমনটা হয়তো প্রত্যাশিতই ছিল। কাতার বিশ্বকাপের সময় দেখা গিয়েছিল মেসিদের নিয়ে বাংলাদেশের পাগলপারা উচ্ছ্বাস। তাতে আপ্লুত হয়েছিল গোটা আর্জেন্টিনা দল। তাদের জুন মাসে বাংলাদেশ সফর করারও কথা ছিল। কিন্তু এশিয়া সফর পড়ে যাওয়ায় তাদের আর বাংলাদেশে আসা হয়নি।
বৃহস্পতিবার ইদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা দল। বাংলাদেশের কাছে এটি বিশেষ প্রাপ্তি। মুসলিম প্রধান বহু দেশ রয়েছে সারা বিশ্বে, কিন্তু বেছে বেছে বাংলাদেশের প্রতি সম্মান দেখিয়েছেন মেসিরা।
পবিত্র ইদ উল আযহায় বাংলাদেশের মানুষের এই খুশির দিনে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রডরিগো দি পলের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে ইদের শুভেচ্ছা জানানো হয়েছে।
এই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইদ মোবারক! এই উৎসব হোক ভালবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার স্মরণীয় মুহূর্ত।’
বাংলাদেশ ও আর্জেন্টিনার ভাষা ও সংস্কৃতিতে মিল নেই। দুই দেশের মধ্যে দূরত্ব প্রায় ১৭ হাজার কিমি। তারপরেও বাংলাদেশে খোলা হয়েছে আর্জেন্টিনা দূতাবাস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনার প্রধানমন্ত্রী।
কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে যা উন্মাদনা চলেছে, তা সব নজির ছাপিয়ে গিয়েছে। মেসিদের জয়ের দিনগুলিতে ঢাকা শহরে উৎসব হয়েছে বাড়িতে বাড়িতে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং এই উন্মাদনার বেশির ভাগটাই যাঁর জন্য, সেই মেসিও বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বলেছেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কলকাতা সফরের পরে জুলাই মাসেই আসছেন বাংলাদেশেও। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁর ঢাকা সফরের কথা। বাংলাদেশের সঙ্গে যে আর্জেন্টিনার আবেগের আলাদা একটা সেতুবন্ধন রয়েছেন, সেটি পরিষ্কার ইদের শুভেচ্ছাতেও।