শেষ আপডেট: 28th January 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: রেশনে দুর্নীতি ধরতে আগেই ডিলারদের দুয়ারে আচমকা হানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। অভিযান চালিয়ে কিছু অসাধু ডিলারের বিরুদ্ধে পদক্ষেপও করেছে খাদ্য দফতর।
এবার গ্রাহকরা রেশনে ন্যায্য ও গুণমানের খাদ্য পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে আগামী ৮-৯ ফেব্রুয়ারি ফের রাজ্য জুড়ে অভিযানে নামছে খাদ্য দফতর। তবে আর চোরা গোপ্তা অভিযান নয়। এবারে খাদ্য দফতরের আধিকারিক এবং কর্মীদের নিজেদের এলাকার অন্তত দুটি রেশন দোকানে ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, আগামী ৮-৯ ফেব্রুয়ারি ‘উপভোক্তা সম্পর্ক অভিযান’ চালাবে খাদ্য দফতর। সেই উপলক্ষ্যে এই তল্লাশি অভিযানের নির্দেশ। এর মাধ্যমে খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা খতিয়ে দেখবেন, রেশন গ্রাহকরা ন্যায্য পরিমাণ ও গুণমানের খাদ্য পাচ্ছেন কিনা। শুধু অভিযান করলেই হবে না, এ ব্যাপারে খাদ্য দফতরের কাছে রিপোর্টও জমা দিতে হবে।
বস্তুত, কোথাও বেনিয়ম হলে কীভাবে হচ্ছে তা যেমন বিস্তারিত জানাতে হবে তেমনই কী কী পদক্ষেপ প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে। এ বিষয়ে গ্রাহক এবং ডিলার দু'তরফের ফিডব্যাক তুলে ধরতে হবে রিপোর্টে। সেগুলি পর্যালোচনা করে পরবর্তী রিপোর্ট তৈরি করবেন দফতরের আধিকারিকরা।
রেশন কারচুপি ঠেকাতে সামগ্রী বিলির সময় ‘পস মেশিন’ চালু রাখার নির্দেশ আগেই জারি করেছে খাদ্য দফতর। সম্প্রতি গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করাও বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। আধিকারিকদের কথায়, মূলত গণবণ্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।