Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?

আরামবাগ–বদনগঞ্জ রোডে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

আরামবাগ–বদনগঞ্জ রোডে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

শেষ আপডেট: 4 July 2025 03:05

দ্য ওয়াল ব্যুরো: হুগলির গোঘাট থানার অন্তর্গত আরামবাগ–বদনগঞ্জ রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের কামারপুকুর-বদনগঞ্জ রোডের ধরমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিটে আরামবাগ থেকে বদনগঞ্জগামী যাত্রীবোঝাই একটি বাস (নাম - মা সিদ্ধেশ্বরী, বাস নম্বর - ২১) বদনগঞ্জের দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা মোরাম বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বাসটির সামনের ডানদিক সম্পূর্ণ ভেঙেচুরে যায়। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান ৫৫–৫৬ বছর বয়সি এক ব্যক্তি, তপন দে। জানা গেছে, তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বিষ্ণুদাসপুর এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে একজন শিশুর পা মারাত্মকভাবে ভেঙে গেছে বলে জানা গেছে। অধিকাংশ আহতের পায়ে গুরুতর আঘাত রয়েছে। আহতদের মধ্যে বেলডিহা গ্রামের এক যুবকের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছন। তবে দুর্ঘটনার পর থেকেই বাসচালক নিখোঁজ। তিনি আহত অবস্থায় কোথাও চিকিৎসাধীন আছেন, নাকি সংঘর্ষের আগেই বাস থেকে লাফিয়ে পড়েছিলেন, তা এখনও নিশ্চিত নয়।

এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।


ভিডিও স্টোরি