শেষ আপডেট: 2nd April 2024 13:05
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাবুল ইসলামের আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর দাবি, আরাবুলকে নানারকম মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা।
গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি এবং খুনের অভিযোগে গ্রেফতার হন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এখন তিনি জেলবন্দি। গত বছর ১৫ জুন, পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন খুন হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। খুনের অভিযোগ ছিল তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা সহ আরও কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনার ৮ মাস পর গ্রেফতার হন আরাবুল।
গ্রেফতার হওয়ার আগে খুন-সহ আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও রয়েছে। সূত্রের খবর, ভাঙড়ের অশান্তির পরিবেশের জন্য দলের একটা বড় অংশ আরাবুলকেই দায়ী করেন। এমনকী অশান্ত ভাঙড়ে শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার নির্দেশ দেন। আগে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙড় ও কাশীপুর থানা।
সম্প্রতি আবার আরাবুল ইসলামের মেয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাঁচটি ঘরের সমস্ত দরজা খুলে আলমারি থেকে সোনার গয়না এবং নগদ টাকাসহ সমস্ত সামগ্রী চুরি হয়েছে। যদিও নেতার পরিবারের দাবি, এটি শুধুমাত্র চুরির ঘটনা নয়, এর পিছনে রাজনৈতিক কোনও ষড়যন্ত্র রয়েছে। তারা এই ঘটনাকে চুরি বলতে নারাজ। পরিবারের দাবি, এটা বড় ডাকাতির ঘটনা।