শেষ আপডেট: 18th October 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের ডাকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত করেছিলেন তিনি। এই নিয়ে চারবার ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
সূত্রের খবর, এদিন সময়মতো সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অপূর্ব। কিন্তু কী কারণে ফের তাঁকে তলব করা হল এদিন সে বিষয়ে মুখ খোলেন নি ময়নাতদন্তকারী চিকিৎসক।
এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অপূর্ব বিশ্বাসকে। প্রশ্ন উত্তর পর্ব মিটিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন।
সাফ জানিয়েছিলেন, ময়নাতদন্ত দ্রুত করার জন্য তাঁদের চাপ দেওয়া হয়েছিল। সেই চাপ দিয়েছিলেন মৃতার কাকু হিসাবে পরিচয় দেওয়া এক ব্যক্তি। যা নিয়ে জলঘোলা কম হয়নি। এবার ফের জেরার মুখে অপূর্ব বিশ্বাস।
কেন্দ্রীয় তদন্তকারীদের মতে, চিকিৎসককে জেরা করে একাধিক তথ্য হাতে উঠে আসতে পারে। সে কারণেই ফের আরজি করের ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।