শেষ আপডেট: 12th September 2023 14:48
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় লঞ্চ হবে অ্যাপেলের আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series Launched today Night)! এই ফোনের অপেক্ষায় দীর্ঘদিন ধরেই প্রহর গুনছেন আইফোনপ্রেমীরা। ভারতের মাটিতে তৈরি হওয়া এই ফোন নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দফতরে লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ। অ্যাপেলের ইউটিউব চ্যানেলে সরাসরি লঞ্চের অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে। আইফোন ১৫ সিরিজের চারটি মডেল লঞ্চ হবে এদিন। iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max--- লঞ্চ করবে অ্যাপেল।
আইফোনের ১৫ সিরিজের উল্লেখযোগ্য ফিচার্স হল, ইউএসবি পোর্ট। চার্জিং পয়েন্টে বিশাল পরিবর্তন এনেছে অ্যাপেল। আগে কোনও মডেলে এই ফিচার্স দেখা যায়নি।
চিনের ওপর নির্ভরতা কমাতে অ্যাপেল তাদের ম্যানুফ্যাচারিং ইউনিট ভারতে নিয়ে আসে। জানা গেছে, আইফোন ১৫ সিরিজের মডেলগুলি তৈরি হয়েছে ভারতেই। আইফোন ১৪ সিরিজ লঞ্চ করার পরই ভারতে আইফোন উৎপাদন শুরু করে অ্যাপেল।
এই সিরিজে কী কী স্পেসিফিকেশন থাকছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েকটি টেক ওয়েবসাইটের রিপোর্টে এই সিরিজের কিছু ফিচার্স ফাঁস হয়েছে। সেখানে আইফোন ১৫ সিরিজের ক্যামেরা ও ডিসপ্লে সম্পর্কে জানা গেছে।
কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, আইফোন, ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলে প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। এখানে সোনির সেন্সর ব্যবহার করা হচ্ছে। কম আলোতে ভাল ছবি তুলতে এই সেন্সরের জুড়ি মেলা ভার। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ৪৮ মেগাপিক্সেল ছাড়াও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে।
নতুন আইফোন ১৫ প্রো মডেলটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি ১৩.৪ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ১২.৭ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর থাকছে।
iPhone 15 Pro Max এর একটি নতুন টেলিফটো পেরিস্কোপ জুম সেন্সর দেওয়া হবে। যা আগের মডেল থেকে এই মডেলটিকে আলাদা করেছে। আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে টাইটানিয়াম ব্যাক প্যানেল থাকবে বলে দাবি করা হচ্ছে। প্রো ম্যাক্স মডেলে ৬.৭ ইঞ্চি এলইডি স্ক্রিন এবং প্রো ভার্সানের ৬.১ ইঞ্চি স্ক্রিন থাকছে।
আইফোন ১৫ সিরিজে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট! চোখ ধাঁধানো ক্যামেরা ফিচার্স