শেষ আপডেট: 13th October 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অনশন নবম দিনে পা দিল। সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইতিমধ্যে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক-সহ স্বাস্থ্য কর্মীরা।
এমন পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে তৎপর হলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায়-সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন। এ ব্যাপারে দু’পক্ষ চাইলে এই অচলাবস্থা কাটাতে তাঁরা উদ্যোগী হতে পারেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টকে রবিবার সকালে ই-মেল করেছেন তাঁরা।
চিঠিতে একদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নাগরিক সমাজের সক্রিয়তার প্রতি আস্থা রাখার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে আর্জি রেখেছেন তাঁরা।
এমনকী মধ্যস্থতাকারী হিসেবে দু'পক্ষ চাইলে তাঁরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। তবে সরকার বা জুনিয়র ডাক্তারদের তরফে এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
অনিকেত মাহাত, অলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আমরণ অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনজন জুনিয়র চিকিৎসক। ধর্মতলার ধর্না মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন আরও ৬ জন জুনিয়র চিকিৎসক। এই ৬জনের শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। যদিও সমাধান সূত্রের কোনও ইঙ্গিত মিলছে না। তাই এই উদ্যোগ বলে দাবি সমাজের বিদ্বজ্জনদের।