মমতা বন্দ্যোপাধ্যায় ও অপর্ণা সেন
শেষ আপডেট: 9th January 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি দেখে আশ্বস্ত হতে পারছেন না অপর্ণা সেন (Apara Sen)রা। নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খোলা চিঠি ধরালেন নাগরিক চেতনা মঞ্চ।
অভিনেত্রী-পরিচালক অপর্ণা মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করে খোলসা করেন, স্কুলের পরিসর থেকে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সুপারিশ রয়েছে চিঠিতে। জানান, নারীরা বাংলায় নিরাপদ বলে দাবি করা হলেও ধারণা আর বাস্তবের মধ্যে অনেক ফারাক রয়েছে।
বৃহস্পতিবার বেলার দিকে সাংবাদিক বৈঠক করেন নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা। মঞ্চের তরফে অপর্ণা সেন খোলা চিঠিটি তুলে ধরেন। তাঁর কথায়, 'যে সরকারই আসুক না কেন, যে দলেরই সরকার হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। আমরা পরিকাঠামোগত, পদ্ধতিগত, দীর্ঘমেয়াদি কিছু বদল চাইছি, যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়।'
নবান্ন, মুখ্যমন্ত্রী তো বটেই, রাজ্য সরকারের বিভিন্ন দফতরকেও এই চিঠি দেওয়া হয়েছে বলে জানান অপর্ণা। সমাজের সচেতন নাগরিকরা, অভিনেতা, পরিচালক, শিল্পী, সমাজকর্মী, আইনজীবী, চিকিৎসকরা ওই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন অভিনেত্রি-পরিচালক। তাঁর আশা, পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যিই নিরাপদ রাজ্য হয়ে ওঠে।
শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ প্রশাসন, পরিবহণ-সহ সব দফতরেই চিঠি দিচ্ছে নাগরিক চেতনা মঞ্চ। পরিষ্কার করে মঞ্চের তরফে বুঝিয়ে দেওয়া হয়, তারা কারও পদত্যাগ চাইছে না। শুধু প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলো মেনে নেয়। তাহলেই এ রাজ্য নারীদের জন্য মঙ্গলজনক।
সংগঠনের তরফে অপর্ণা জানান, পুলিশ যেখানে কাজ করে, সেখানেও মেয়েরা রয়েছে। তাঁদের জন্যও ভাল পরিবেশ থাকা দরকার। মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারেন, তার জন্য পরিবহণ বিভাগকেও কিছু সংশোধন ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলে লিঙ্গ সচেতনতা তৈরিও প্রয়োজন বলেও জানান তিনি।