শেষ আপডেট: 13th August 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার একাধিক মিছিল বের হয় কলকাতার রাস্তায়। সিপিএমের তরফ থেকে কর্মসূচি করা হয় পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ এবং বুদ্ধিজীবীদের একাংশও প্রতিবাদে সামিল হয়। তবে প্রতিবাদে সামিল হয়েও কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রী অপর্ণা সেনকে। তাঁর উদ্দেশে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।
এদিন বিকেলে আরজি কর হাসপাতালে আসে বুদ্ধিজীবীদের মিছিল। সেই সময়ই অপর্ণা সেনের উদ্দেশে তীর্যক মন্তব্য করা হয়। তাঁকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। আন্দোলনকারী পড়ুয়াদের প্রশ্ন, কেন এতদিন লেগে গেল অপর্ণা সেনদের আরজি কর আসতে। তাঁকে শাসকপন্থী বলেও কটাক্ষ করা হয়। যদিও এইসব কটাক্ষের জবাব দেননি অপর্ণা সেন। বরং আরজি কর ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অপর্ণা এদিন বলেন, ''আমি কলকাতার একজন সাধারণ নাগরিক হিসেবে এখানে এসেছি। যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করছি। আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে পড়ুয়াদের আন্দোলনে। আমরা চাই রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক যাতে মেয়েরা নিরাপদভাবে কাজ করতে পারে।'' পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, প্রথমেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, কার নির্দেশে এই কাজ তারা করেছে সেই জবাব চান তাঁরা।
আরজি করের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে। অপর্ণা সেন প্রশ্ন তোলেন, এই সিভিক ভলেন্টিয়াররা কারা, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে? তাঁর কথায়, এই সিভিকদের মধ্যে নষ্টামীর বীজ রয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার হলে নৃশংসভাবে খুন করা হয় মেডিক্যালের ছাত্রীকে। ওই ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মৃতার পরিবারও আদালতের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মঙ্গলবার থেকেই তদন্তের কাজ শুরু করতে বলেছে।
কলকাতা হাইকোর্টের এই রায়ে সার্বিকভাবে খুশি সিপিএম নেতৃত্ব, সংগ্রামী যৌথ মঞ্চ, বুদ্ধিজীবী মহল। তবে আন্দোলন থেকে তাঁরা এখনই সরে আসছেন বলে কোনও ইঙ্গিত দেননি।