শেষ আপডেট: 7th June 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের আন্দোলনের সামনে কিছুটা সুর নরম হয়েছে কেন্দ্র সরকারের। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বুধবার ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বৈঠক করেন কুস্তিগিরদের সঙ্গে। সেখানেই কুস্তিগিররা অনুরাগের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। তারপরই ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিলেন, ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শেষ হবে ১৫ জুনের মধ্যে। শুধু তাই নয়, ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন কবে হবে সেটাও এদিন জানিয়ে দেন অনুরাগ ঠাকুর।
চলতি বছরের জানুয়ারি থেকেই কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। আন্দোলনে যোগ দেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা। দিল্লির যন্তরমন্তরে শুরু হয় প্রতিবাদ ধর্না।
তারপর প্রায় ৬ মাস কেটে গেছে। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুস্তিগিররা। কুস্তিগিরদের আন্দোলনে গোটা দেশ আন্দোলিত হয়ে ওঠে। কিন্তু এই আন্দোলন নিয়ে মোদী সরকারের দায়সারা ভাব নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে।
অনেকেই দাবি করেন, ব্রিজভূষণ বিজেপি সাংসদ, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে গড়িমসি করছে মোদী সরকার। এমনকী বিজেপি সাংসদের বিরুদ্ধে প্রথমে এফআইআর নিতেও চায়নি দিল্লি পুলিশ। যদিও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে দু'টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
এবার সেই তদন্তের গতিতে জোর বাড়ানোর কথা বললেন অনুরাগ ঠাকুর। ক্রীড়ামন্ত্রী জানান, ১৫ জুনের মধ্যে এই ঘটনার তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে পুলিশকে। তারপরই পরের পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেছিলেন অন্দোলনরত কুস্তিগিররা। তাঁরা যে দাবি রেখেছেন ক্রীড়ামন্ত্রীর কাছে, তার মধ্যে যেমন ছিল ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, তেমনই ছিল অবিলম্বে কুস্তি ফেডারেশনে প্রক্রিয়া মেনে নির্বাচনের প্রসঙ্গ। এই নির্বাচন নিয়ে এদিন অনুরাগ ঠাকুর জানান, আগামী ৩০ জুন কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে।
কুস্তিগিরদের পাঁচ দাবি অনুরাগের কাছে, ব্রিজভূষণকে হঠাতে অনড় বজরংরা