শেষ আপডেট: 2nd November 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে তিহাড় জেল থেকে ফিরেছিলেন। তখনই জানিয়েছিলেন, দুর্গা পুজোর পর বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে ফের সংগঠনের কাজে নামবেন।
ইতিমধ্যে বীরভূমের ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীতে দেখা গিয়েছে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলকে। এবার সংগঠনে বদল আনতে নয়া উদ্যোগ নিতে চলেছেন অনুব্রত ওরফে কেষ্ট।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বীরভূমে কোর কমিটির কলেবর বাড়ানোর জন্য সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধার সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন।
অনুব্রতর কথায়, "আমার আমলেও কোর কমিটি ছিল। এখন মাত্র ৭ জনের কোর কমিটি রয়েছে। এটা অনেকটাই বোলপুর কেন্দ্রিক হয়ে রয়েছে। কোর কমিটির সদস্য সংখ্যা অন্তত ১৫ করা দরকার। যাতে জেলার বিভিন্ন প্রান্তের নেতা, নেত্রীরা এর মধ্যে থাকতে পারেন। এ ব্যাপারে দিদি ও অভিষেককে যা বলার বলব।"
প্রসঙ্গত, একসময় তিনি মুখ খুললেই খবর হত। কথায় কথায় শোনা যেত হুঙ্কার! জেলা সভাপতি থাকাকালীন জেলায় তিনিই ছিলেন শেষ কথা।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরের বছর ওই মামলাতেই তাঁর কন্যাকে গ্রেফতার করে ইডি। তার পর তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। সম্প্রতি পুজোর মুখে জেল মুক্তি ঘটেছে বাবা-মেয়ের।
অনুব্রত জেলে যাওয়ার পর জেলা পরিচালনার জন্য রাজ্য থেকে গঠন করে দেওয়া হয়েছিল কোর কমিটি। এখন তিনি ফিরেছেন। কোর কমিটির অস্তিত্ত্ব নিয়ে দলের অন্দরেই নানা কানাঘুঁষো ছিল। তবে কোর কমিটির সদস্য সংখ্যা বাড়াতে বলে জেলার কর্তৃত্ব অনুব্রত ফের নিজের হাতে নিতে চাইছেন বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।