শেষ আপডেট: 5th October 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডল আগেই জামিন পেয়েছেন। এবার সুখবর শুনলেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। গরু পাচার মামলায় তাঁরও জামিনের আবেদন শেষমেশ মঞ্জুর করল দিল্লির আদালত। খুব শীঘ্রই সায়গলের জেলমুক্তি ঘটতে চলেছে।
দিল্লি হাইকোর্ট সায়গলকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। তিনি যে মামলায় অভিযুক্ত সেই মামলায় অনুব্রত মণ্ডল সহ বাকিদের জামিন হয়ে গেছে ইতিমধ্যেই। তাই তাঁকে জেলে রাখার কী অর্থ, সেই প্রশ্নই তুলেছিলেন আইনজীবী। এই যুক্তির ভিত্তিতেই সায়গলকে জামিন দিয়েছে কোর্ট।
এই মামলায় গ্রেফতার হওয়া বাকিদের মতোই সায়গল তিহাড় জেলে বন্দি ছিলেন। জামিন পাওয়ার ফলে প্রায় দেড় বছর পর তিনি জেল থেকে বেরোবেন। সিবিআই গরু পাচার মামলার তদন্ত শুরু করার পর একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল সায়গলকে। দাবি করা হয়েছিল, তাঁর কাছে ১০০ কোটি টাকার বেশি পরিমাণ সম্পত্তি রয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর বক্তব্যে অসংগতি থাকায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডিও।
জেলে যাওয়ার পর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন সায়গল। কিন্তু তা মঞ্জুর হয়নি। তবে সম্প্রতি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যার একই মামলায় জামিন হওয়ায় সায়গলও যে জামিন পাবেন তা কার্যত স্পষ্ট হচ্ছিল। শনিবার সেটাই হল। সূত্রের খবর, সব ঠিক থাকলে শনিবার রাতেই জেলমুক্তি ঘটতে চলেছে অনুব্রতর দেহরক্ষীর।