গত সপ্তাহে জানা গেছিল, বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকেছেন সুব্রত বক্সি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে।
নৈহাটির মন্দিরে অনুব্রত মণ্ডল
শেষ আপডেট: 14 June 2025 05:49
দ্য ওয়াল ব্যুরো: শনিবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। তার আগে শুক্রবার রাতে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিতে দেখা যায় তাঁকে।
শুক্রবার রাত ৯টা নাগাদ বড়মা-র মন্দিরে যান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বেশ কিছুটা সময়ে তিনি ছিলেন সেখানে। পুজো দেওয়ার পর সড়কপথে সোজা কলকাতায় উদ্দেশে রওনা দেন অনুব্রত। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্প্রতি ফের সংবাদ শিরোনামে এসেছেন কেষ্ট মণ্ডল। এখন তাঁর কীর্তি নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সেই আবহে দলীয় বৈঠকে অনুব্রতর যোগ দেওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে জানা গেছিল, বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকেছেন সুব্রত বক্সি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে। আসলে অনুব্রত জেলে থাকাকালীনই তাঁকে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের সময় দেখা যায় বীরভূমের জেলা সভাপতির পদটাই নেই। কেবল কোর কমিটিই সম্প্রসারণ করা হয়। আর তাতে রাখা হয়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা। তৃণমূলের দুই সাংসদ অসিত মাল এবং শতাব্দী রায় এই কোর কমিটির দু'জন আমন্ত্রিত সদস্য।
বোলপুর থানার আইসিকে কুকথা বলে ইতিমধ্যেই পুলিশি তলবে সাড়া দিয়েছেন অনুব্রত। কিন্তু বিরোধী দল সরব হয়েছে এই নিয়ে যে - তৃণমূল নেতার বিরুদ্ধে আদতে কোনও পদক্ষেপই নেয়নি পুলিশ বা প্রশাসন। বিষয়টি নিয়ে একাধিকবার বিক্ষোভও দেখিয়েছে তাঁরা। তবে অনুব্রতর বিরুদ্ধে এখনও পর্যন্ত কড়া পদক্ষেপ নেয়নি শাসক শিবিরও। তার মধ্যে শনিবারের দলীয় বৈঠকে থাকতে চলেছেন তিনি।
অনুব্রতর গালিগালাজের অডিও ক্লিপ ভাইরাল হতেই কড়া বিবৃতি দিয়েছিল তৃণমূল। দলের চাপে পড়ে কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। তবে একই সঙ্গে বিজেপি কীভাবে ওই অডিও পেল তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন কেষ্ট। সেই বিতর্কের রেশ এখনও বহাল।