শেষ আপডেট: 24th September 2024 09:34
দ্য ওয়াল ব্যুরো: ২৫ মাস পর ঘরের ছেলে ঘরে ফিরছে। সিউড়ি, বোলপুর, নানুর-সহ গোটা বীরভূম থুড়ি কেষ্টভূমে সাজো সাজো রব। দু'বছর দুর্গাপুজোয় ছিলেন না অনুব্রত। এবার পুজোর আগেই বোলপুরে নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। গত সপ্তাহেই গরুপাচার মামলায় জামিন মঞ্জুর হয় তাঁর।
আইনি প্রক্রিয়ার জন্য জেলমুক্তিতে দেরি হয়। সোমবার রাতে তিহাড় থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার ভোরের বিমানেই কলকাতায় এসে পৌঁছন কেষ্ট। সেখান থেকে সোজা বীরভূমের উদ্দেশে রওনা দেন। বাবার সঙ্গেই ছিলেন সদ্য জামিন পাওয়া অনুব্রতকন্যা সুকন্যা।
ঘরের ছেলে ফেরার খবর পেতেই সিউড়ি দলীয় কার্যালয় পরিষ্কারের কাজ শুরু হয়। বসানো হয় ফ্লেক্স, তাঁর নামাঙ্কিত বোর্ড। কার্যালয়ের তাঁর বসার ঘরও সাজানোর হয়েছে। হাওয়ায় সবুজ আবির উড়েছে। শুধু তাই নয়, মাংস ভাত খাওয়া হয় পাড়ায় পাড়ায়। ঢাক, বাতাসা, কালা ঝঙ্কার তাসায় এখন উৎসব উৎসব পরিবেশ বীরভূমে।
নিচুপট্টিতে প্রিয় নেতার বাড়ির সামনে অনুগামীদের ভিড়। স্লোগান উঠল 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ'।
বিস্তারিত আসছে...